ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

এড. আমজাদের তৃতীয় নামাজে জানাজায় শোকার্ত জনতার ঢল, দাফন সম্পন্ন,

নিজস্ব প্রতিবেদক ::  কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি, চকরিয়া পৌরসভার সাবেক প্রশাসক ও কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ সভাপতি প্রবীণ আইনজীবী এডভোকেট আমজাদ হোসেনের তৃতীয় নামাজে জানাজা শেষে চকরিয়া ফয়ার সার্ভিস সংলগ্ন কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। এর আগে মঙ্গলবার ২৫ জুন সকাল সোয়া ৯ টায় পেকুয়া উপজেলার গোয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও একইদিন সকাল ১০’৪০ মিনিটে চকরিয়া মগবাজার কমিউনিটি সেন্টার মাঠে মরহুমের তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। বিষয়টি মরহুমের জ্যেষ্ঠ সন্তান এডভোকেট হোসেন রাহাত ফিরোজ চকরিয়া নিউজকে নিশ্চিত করেছেন।

সোমবার ২৪ জুন সন্ধ্যা ৭’২০ মিনিটে কক্সবাজার আদালত প্রাঙ্গণে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তিনটি জানাজাতেই শোকার্ত মানুষের ঢল নামে। প্রতিটি জানাজায় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সাংবাদিক, পেশাজীবি, ব্যবসায়ী, বিশিষ্টজন ও মরহুমের পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন। প্রসঙ্গত, গত ২৪ জুন সোমবার বিকেল পৌনে ৩ টার দিকে এডভোকেট আমজাদ হোসেন প্রতিদিনের মতো যথারীতি কোর্টের কাজ সেরে আদালত প্রাঙ্গনে হেঠে যাওয়ার সময় প্রচন্ড বুকের ব্যথায় হঠাৎ ঢলে পড়ে অজ্ঞান হয়ে যান। পরে তাঁর সহকর্মীরা তাঁকে জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৩ টার দিকে এডভোকেট আমজাদ হোসেনকে মৃত ঘোষনা করেন।

মরহুম এডভোকেট আমজাদ হোসেন চকরিয়া উপজেলার ভরামুহুরী বাটাখালী গ্রামের মৃত মোহাম্মদ হোসাইনের পুত্র। তিনি ১৯৭৯ সালের ৩ ফেব্রুয়ারি কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন। দীর্ঘ ৪০ বছরেরও বেশী সময় ধরে তিনি আইন পেশায় রত ছিলেন। তিনি ২০১১-২০১২ সালে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব পালন ছাড়াও আরো আনেকবার বিভিন্ন পদে নির্বাচিত হয়েছিলেন।জেলা আইনজীবী সমিতির বর্তমান নির্বাহী কমিটিরও তিনি সদস্য ছিলেন।

পাঠকের মতামত: