ঢাকা,বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

এক মা চার সন্তান জন্ম দিলেন

নিউজ ডেস্ক ::

নাটোরে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন শাহিদা বেগম নামে এক মা। চার সন্তানের মধ্যে একটি ছেলে ও বাকী তিনটি মেয়ে। আজ শনিবার দুপুর দু’টার দিকে নাটোর আধুনিক সদর হাসপাতালে চার সন্তানের জন্ম দিয়েছেন তিনি।

স্বাভাবিক প্রসবের মাধ্যমে চার সন্তানের জন্ম হওয়ায় বাবা, মা থেকে শুরু করে আত্মীয়-স্বজন সবাই খুশি। শাহিদা নাটোরের সিংড়ার শেরকোল ইউনিয়নের ভাগনারকান্দি গ্রামের মিলনের স্ত্রী।

এঘটনায় মিলন জানান, সকালে স্ত্রীর প্রসব ব্যাথা উঠলে তাকে নাটোর সদর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেন। পরে দুপুর দুটার দিকে হাসাপাতালের চিকিৎসক ফজলুল কাদিরের তত্ত্বাবধানে শাহিদা একে একে চার সন্তানের জন্ম দেন। পরে সদ্য প্রসূত চার সন্তান ও মা শাহিদাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত: