ঢাকা,বুধবার, ৬ নভেম্বর ২০২৪

“এক টাকায় আলোকিত কক্সবাজার”এর স্কুল ইভেন্ট সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি ::  “এক টাকায় আলোকিত  কক্সবাজার ” এর প্রথম স্কুল ইভেন্ট সম্পন্ন হয়েছে।  ১৭ই অক্টোবর, শনিবার সকাল ১০টায় জেলার পালস্ স্কুল এ ইভেন্টটি শুরু হয়।এতে বাচাইকৃত ৩০জন গরিব-মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ এবং তাদের ভবিষ্যত পড়াশোনার দায়িত্ব নেওয়া হয়। এছাড়া স্কুলের সকল ছাত্রছাত্রীদের নিয়ে গান,আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শেষে স্কুলটির প্রধান শিক্ষিকা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

এখানে উল্লেখ্য, স্বেচ্ছাসেবী সংগঠন এক টাকায় আলোকিত কক্সবাজার ও দিবা স্বপ্নচারী আগ্রহী মেম্বারদের থেকে প্রতিদিন এক টাকা হিসেবে মাসিক ৩০৳  সংগ্রহ করে এবং অত্র টাকা দিয়ে গরিব মেধাবী শিক্ষার্থীদের সহায়তা করে থাকে।জেলার যেকোনো প্রান্তে গরিব মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ পাঠিয়ে থাকেন। এছাড়া “স্বপ্নচারী বিদ্যাপীঠ” নামক সুবিধবঞ্চিত শিশুদের নিয়ে একটি স্কুল ও পরিচালনা করছেন তারা।

পাঠকের মতামত: