ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

এক্কু ওঁয়ারে চাইর ভাইয়ের বিয়ে হা গই

pic-ukhiyacox-30012016-..-300x218উখিয়া প্রতিনিধি :::

কক্সবাজারের উখিয়ায় গতকাল একইসাথে চার ভাই বিয়ের পিঁড়িতে বসেছেন। চার ভাইয়ের একই দিনে বিয়ের অনু্‌ষ্ঠানকে ঘিরে এলাকায় হাস্যরসের সৃষ্টি হয়েছে। উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের পূর্ব সোনারপাড়া গ্রামের আব্দুস সালাম চার ছেলেকে একই সাথে বিয়ের পিঁড়িতে বসাতে পেরে নিজেকে গর্বিত বোধ করছে বলে জানা গেছে। শুক্রবার রাতে এ বিয়ের অনুষ্ঠানকে ঘিরে আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশীদের মাঝে এক ধরনের বাড়তি উৎসাহের আমেজ দেখা গেছে। জানা গেছে, উখিয়ার ঐ ইউনিয়নের পূর্ব সোনারপাড়া গ্রামের মধ্যবিত্ত পরিবারের প্রধান, সোনারপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি সাবেক সহ সভাপতি আব্দুস সালাম একই দিন তার বড় ছেলে মো. শাহজাহান (৩২), মেজ নুরুল আলম নুরু (৩০) সেজ ছেলে খাইরুল আলম (২৮) ও মো. ফয়সাল (২৫) কে বিয়ে দিয়েছেন। চার পুত্রবধূর মধ্যে ৩জন একই ইউনিয়নের কন্যা এবং অপরজন পালংখালী ইউনিয়নের। স্থানীয় আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী বাবুল বলেন, এলাকাবাসী উৎসাহ ভরে এ বিয়ে অনুষ্ঠানে অংশ নিয়েছেন। তিনি বলেন, উক্ত বিয়েতে আব্দুস সালাম খুশি মনে আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশীদের ভোজের জন্য ২টি বড় মহিষ, গরু, ছাগল ও মুরগি জবাইয়ের ব্যবস্থা করেছিলেন। কিন্তু অনেকে একই সাথে চার ছেলের বিয়ে হওয়ায় অনেকের ইচ্ছা ও আগ্রহ থাকলেও উপহার সামগ্রী দেওয়ার ভয়ে বিয়েতে যায়নি। জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী বলেন, আমারও যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু দুর্ভাগ্য যাওয়া সম্ভব হয়নি। বিয়েতে অংশ নেওয়া কয়েকজন বলেন, এক্কু ওয়াঁরে চাইর ভাইঅর বিয়ে চাইবাল্লাই আইস্যি । হা গই ।

পাঠকের মতামত: