সংবাদ বিজ্ঞপ্তি :: ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় পর্যটন নগরী কক্সবাজারের একঝাঁক তরুণ কলম সৈনিকদের প্রাণের সংগঠন সাংবাদিক সংসদ কক্সবাজারের বার্ষিক পিকনিক-২০২০ সম্পন্ন হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারী পর্যটন স্পট ‘দরিয়া নগরে’ পিকনিককে কেন্দ্র করে বসে নবীন-প্রবীণ সাংবাদিকদের মিলনমেলা। দিনব্যাপী অনুষ্ঠানমালায় ছিল আলোচনা সভা, মহিলা-পুরুষ ও শিশুদের নানা আকর্ষণীয় প্রতিযোগিতা, র্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান। দুপুরে সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি মমতাজ উদ্দিন বাহারী, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আবু মোহাম্মদ শাহজাহান কবির, দৈনিক সকালের কক্সবাজারের সম্পাদক ফরহাদ ইকবাল, কক্সবাজার অনলাইন প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক আকতার চৌধুরী ও কক্সবাজার ক্রীড়া লেখক সমিতির সাধারণ সম্পাদক দৈনিক ইনানীর বার্তা প্রধান মোঃ শফি উল্লাহ শফি। সভায় বক্তারা বলেন, কক্সবাজারে জাতীয়ভাবে ব্যাপক উন্নয়ন হচ্ছে। তবে স্থানীয়ভাবে পরিকল্পিত উন্নয়ন হয়নি। এ জন্য সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে। হতে হবে ঐক্যবদ্ধ। বর্তমানে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে সাংবাদিকদের। সব বাধা পেরিয়ে উন্নয়ন সাংবাদিকা চর্চা করতে হবে। সাংবাদিকরাই পারে একটি সমাজের চিত্র পাল্টাতে। তাই দেশ প্রেমে উজ্জীবিত হবে জনকল্যাণে বিলিয়ে দিতে হবে নিজেকে।
সাংবাদিক সংসদ কক্সবাজারের সহ-সভাপতি বলরাম দাশ অনুপম ও সহ-সভাপতি ছৈয়দ আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সহ-সভাপতি নুরুল ইসলাম হেলালী, সাধারণ সম্পাদক আনছার উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক হিমছড়ির সম্পাদক হাসানুর রশীদ, দৈনিক বাকঁখালীর সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ হাসিম, সদর থানার ওসি (তদন্ত) মোঃ খাইরুজ্জামান, জেলা ক্রীড়া অফিসার আফাজ উদ্দিন, যমুনা টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি ইমরুল কায়েস, মোহনা টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি আমানুল হক বাবুল, বাংলা টিভির কক্সবাজার প্রতিনিধি আমিনুল হক আমীন, দৈনিক সকালের কক্সবাজারের ব্যবস্থাপনা ও বার্তা সম্পাদক রাশেদুল মজিদ, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের যুগ্ন সাধারণ সম্পাদক হুমায়ুন সিকাদর, দৈনিক আপনকণ্ঠের সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ ওসমান গণি, লায়ন জিয়াউল হক, দৈনিক সংবাদের কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিন সিদ্দিকী, রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের সভাপতি এইচ, নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আজিম নিহাদ, দৈনিক পূর্বকোণের কক্সবাজার প্রতিনিধি আরফাতুল মজিদ, দৈনিক কক্সবাজার ৭১ এর বার্তা সম্পাদক বার্তা সম্পাদক স,ম ইকবাল বাহার চৌধুরী, দৈনিক সকালের কক্সবাজারের চীফ রিপোর্টার শাহেদ মিজান, দৈনিক আমাদের কক্সবাজারের বিশেষ প্রতিবেদক শাহদাত হোসাইন, চীফ রিপোর্টার আতিকুর রহমান মানিক, জয়যাত্রা টিভির কক্সবাজার প্রতিনিধি মোঃ ফরিদ, সি-প্লাস টিভির কক্সবাজার ব্যুরো প্রধান এহসান, দৈনিক ইনানীর স্টাফ রিপোর্টার সিরাজুল ইসলাম, দৈনিক আজকের কক্সবাজারের স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম, দৈনিক কক্সবাজার প্রতিদিনের স্টাফ রিপোর্টার মিজানুর রহমান, দৈনিক হিমছড়ির স্টাফ রিপোর্টার তারেকুর রহমান, দৈনিক আপনকণ্ঠের স্টাফ রিপোর্টার সাকিবুর রহমান ও ফয়সাল।
পিকনিক বাস্তবায়নে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাংবাদিক সংসদ কক্সবাজারের সাংগঠনিক সম্পাদক আমার বাংলার কক্সবাজার প্রতিনিধি শহীদুল করিম শহিদ, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম শামস, দপ্তর ও প্রচার সম্পাদক মোঃ ওমর ফারুক জয়, ক্রীড়া সম্পাদক মোঃ সোহেল, নির্বাহী সদস্য এম,এ সাত্তার, জিকির উল্লাহ জিকু, ছৈয়দুল্লাহ আজাদ চৌধুরী, কেফায়াত উল্লাহ, জালাল, জহির প্রমূখ।
পাঠকের মতামত: