ঢাকা,মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

উন্নয়নের ধারা অব্যহত রাখতে আবারো নৌকা প্রতীককে বিজয়ী করুন -রামুতে ডেপুটি স্পীকার

নীতিশ বড়ুয়া, রামু ::

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এডভোকেট মো. ফজলে রাববী মিয়া এমপি বলেছেন, দেশজুড়ে রামুর সাহিত্য-সংস্কৃতির কদর রয়েছে। এরই মধ্যে ‘ইনস্টিটিউট অব মিউজিক রামু’ প্রতিষ্ঠার মাধ্যমে রামু সাংস্কৃতিক অঙ্গন আরো সমৃদ্ধ হলো। এ প্রতিষ্ঠান ভবিষ্যতে পুরো দেশে সংস্কৃতির প্রসারে ভূমিকা রাখবে।

ডেপুটি স্পীকার বলেন, রামু-কক্সবাজারে অতীতেও এসেছিলাম। কিন্তু এখন এসে বদলে যাওয়া কক্সবাজার-রামুকে দেখছি, রামু-কক্সবাজার এখন উন্নয়নের ছোঁয়ায় রঙ্গিন হয়েছে। এ উন্নয়নের দাবিদার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং কক্সবাজারের এমপি সাইমুম সরওয়ার কমল। জাতীয় সংসদে উন্নয়নের দাবীসহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বক্তব্য রেখে বিশ্বময় আলোড়ন সৃষ্টি করে সংসদের শ্রেষ্ট বক্তার স্বীকৃতি লাভ করেছেন কক্সবাজারের এমপি সাইমুম সরওয়ার কমল। তিনি উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী নির্বাচনে সাইমুম সরওয়ার কমলকে আবারো নৌকা প্রতীকে বিজয়ী করার আহবান জানান।

এডভোকেট মো. ফজলে রাববী মিয়া বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনা আজ নিপীড়িত রোহিঙ্গা জনগোষ্টিকে আশ্রয় দিয়ে বিশ্বের শোষিত মানুষের নেতায় পরিনত হয়েছেন। শেখ হাসিনা না থাকলে হয়তো মায়ানমারের সকল রোহিঙ্গা মুসলমানদের মেরে ফেলতেন। তিনি অংসান সুচির নোবেল প্রত্যাহার ও সেদেশের সামরিক জান্তার বিচারের দাবি করে বলেন সীমান্তে সেনা সমাবেশ মিয়ানমার সরকারের অতিরঞ্জিত পদক্ষেপ, সারা বিশ^বাসী যখন রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে সোচ্ছার সেই মূহুর্তে সীমান্তে সেনা সমাবেশ অত্যন্ত নিন্দনীয়।

বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মামলা ও জেল বিষয়ে ডেপুটি স্পীকার এডভোকেট মো. ফজলে রাববী মিয়া বলেছেন, এ মামলা আওয়ামীলীগ সরকার করেননি। এটা ১/১১ সরকারের সময়ের দুর্নীতি মামলা। দীর্ঘ সময় বিচারিক কার্যের পর অর্থ আত্মসাতের দায়ে তাঁর ৫ বছরের জেল হয়েছে। উচ্চ আদালতে আপিল করার যে নিয়ম আছে তা আদালতে পেশ করেননি বিএনপির বিজ্ঞ আইনজীবীরা। মুলত বিএনপির অনেক সিনিয়র নেতারা খালেদা জিয়ার জামিন চান না। তাঁরা চায় তিনি জেলে থাকুক। ডেপুটি স্পিকার বলেন, আজ সময় এসেছে বাংলাদেশ কি সৎ নেতৃত্বে হাতে থাকবে, নাকি অসৎ নেতৃত্বের হাতে তুলে দেয়া হবে। জননেত্রী শেখ হাসিনা এখন পৃথিবীর সৎ নেতাদের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে।

গত বৃহস্পতিবার (১ মার্চ) সন্ধ্যা সাতটায় “সংস্কৃতিবান্ধব বাংলাদেশ নির্মাণে সুষ্ঠু ধারার সংগীত চর্চা কেন্দ্র” এ শ্লোগানে রামুতে নব-প্রতিষ্ঠিত সংগীত শিক্ষা প্রতষ্ঠান ‘ইনস্টিটিউট অব মিউজিক’ এর উদ্বোধনী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পীকার এডভোকেট মো. ফজলে রাববী মিয়া এমপি এ কথা বলেন।

রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের আলহাজ¦ ওসমান সরওয়ার আলম চৌধুরী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল। অতিথির বক্তব্য রাখেন রামু উপজেলা নির্বাহী অফিসার মো. শাজাহান আলি, কক্সবাজার জেলা আইনজীবি সমিতির নব নির্বাচিত সভাপতি এডভোকেট নুরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, ইনস্টিটিউট অব মিউজিক, রামুর প্রতিষ্ঠাতা ও পরিচালক সাংবাদিক হিমাদ্রী বড়–য়া পান্থ (এইচবি পান্থ)।

উদীচি রামুর সভাপতি প্রবীন ছড়াকার ও লেখক ধনিরাম বড়–য়ার সভাপতিত্বে ও কক্সবাজার জেলা শিল্পকলা একাডেমির নব-নির্বাচিত সদস্য কন্ঠশিল্পী মানসী বড়–য়া’র সঞ্চালনায় অনুষ্ঠানে রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম, রামু থানার অফিসার ইনচার্জ একে লিয়াকত আলি, ওসি তদন্ত মিজানুর রহমান, কক্সবাজার জেলা আইনজীবি সমিতির নব নির্বাচিত সাধারণ সম্পাদ ইকবালুর রশিদ আমিন সোহেল, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ সভাপতি জাফর আলম চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক মুসরাত জাহান মুন্নী, আওয়ামীলীগ নেতা মাস্টার ফরিদ আহমদ, রামু উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নীতিশ বড়–য়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, সাবেক কৃতি ফুটবলার কন্ঠশিল্পী ইসকান্দর মীর্জা প্রমূখ নেতৃবৃন্দসহ সাংস্কৃতিক, রাজনীতিক, প্রশাসনিক, সামাজিক, সাংবাদিক ও ব্যবসায়িক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এডভোকেট মো. ফজলে রাববী মিয়া এমপি ও কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল ‘ইনস্টিটিউট অব মিউজিক’ রামুর ফলক উন্মোচন করেন।

এর আগে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এডভোকেট মো. ফজলে রাববী মিয়া এমপি রামু রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহার ও জগতজ্যোতি চিলড্রেন ওয়েলফেয়ার হোমস্ পরিদর্শন করেন। রাতে আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল এমপি’র বাস ভবন ‘ওসমান ভবনে’ নৈশভোজে মিলিত হন ডেপুটি স্পীকার এডভোকেট মো. ফজলে রাববী মিয়া এমপি সহ অতিথিরা।

পাঠকের মতামত: