ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

উত্তপ্ত মগনামার পরিস্থিতি শান্ত করতে ইউএনও-ওসির ঘটনাস্থল পরিদর্শন

মুহাম্মদ গিয়াস উদ্দিন, পেকুয়া ::00pekua-dc-new

পেকুয়া উপজেলার মগনামার ফুলতলা ষ্টেশনে ৩ মে ও ৪ মে স্থানীয় দুই দল গ্রাম বাসীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। কয়েক দফা সংঘর্ষের ঘটনায় ফুলতলা ষ্টেশনের আশেপাশের কয়েকটি গ্রামের অন্তত ৩০ জন গুলিবিদ্ধ হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখানো কোন পক্ষ থানায় মামলা করেনি। এদিকে ঘটনার পর পরই পেকুয়া থানার ওসি জহিরুল ইসলাম খান এর সাহসী পদক্ষেপ এর কারণে বড় ধরনের কোন ঘটনা ঘটেনি। ওসি দ্রুত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। ৪ মে মগনামার উত্তপ্ত পরিস্থিতি নিরসনে পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল আলম, পেকুয়া থানার ওসি জহিরুল ইসলাম খান, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহনেওয়াজ চৌধুরী বিটু মিয়া, মগনামা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খায়রুল এনাম বিএ, পেকুয়া উপজেলা ছাত্রলীগ নেতা মো. শওকত প্রমুখ।

পেকুয়া থানার ওসি মো. জহিরুল ইসলাম খান জানান, মগনামার উত্তপ্ত পরিস্থিতি শান্ত করা হয়েছে। পুরো ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করা হচ্ছে।

পাঠকের মতামত: