ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

উচিতার বিলে অভিযান চালিয়ে অর্ধশতাধিক ঘর ভেঙ্গে ৩শত একর বনভূমি দখলমুক্ত করেছে বনবিভাগ

mail.google.comমনির আহমদ, কক্সবাজার  ।।

কক্সবাজার উত্তর বনবিভাগের উচিতার বিল এলাকায় অভিযান চালিয়েছে বনবিভাগ। গতকাল শনিবার ভোর ৬টা থেকে ১১টা পর্যন্ত সফল এ অভিযানে অর্ধশতাধিক ঘর ভেঙ্গে ৩শত একর বনভূমি দখলমুক্ত করেন বনবিভাগ।
বনবিভাগ সুত্র জানায়, চকরিয়া পৌরসভার পালাকাটা এলাকার আব্দু ছালাম,ফারুক আহমদ, দলিলুর রহমান,মোবাশ্বের মৌলভী ও জয়নাল আবদিন এর নেতৃত্বে শতাধিক সন্ত্রাসী কক্সবাজার উত্তর বনবিভাগের ফাসিয়াখালী রেঞ্জের উচিতার বিলের বনভূমিতে হানা দেয়। কয়েক কোটি টাকা মূল্যর সামাজিক বনায়নের গাছ কেটে পাঁচশতাধিক একর বন ভুমি দখলে নিয়ে শতাধিক অস্থায়ী হাঙ্গামা ঘর তৈরী করে। দলীয় প্রভাব খাটিয়ে কিছু কিছু বনকর্মকর্তাকে হাত করে গত২/৩ বছরে এসব বনভূমি দখলে নেয় তারা।
বনবিভাগ জানায়, গতকাল সকালে রিংভং বনবিট কর্মকর্তা জাকির হোসেন ও ডুলাহাজারা বনবিট কর্মকর্তা শাব্বির আহমদ দুই বনবিটের প্রহরী ও ভিলেজার নিয়ে উচিতার বিল অভিযান চালায়।চকরিয়া পৌরসভার পালাকাটা গ্রাম এলাকার আব্দু ছালাম,ফারুক আহমদ, দলিলুর রহমান,মোবাশ্বের মৌলভী ও জয়নাল আবদিন গং এর দখলীয় এলাকায় অভিযান চালিয়ে অর্ধশতাধিক ঘর ভেঙ্গে অন্তত: পাঁচশত একর জমি দখল মুক্ত করতে সক্ষম হন।

পাঠকের মতামত: