ঢাকা,সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

উখিয়ায় ২০ হাজার ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেফতার

784511উখিয়া প্রতিনিধি ::

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফয়েজুল ইসলাম ফয়েজকে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

মঙ্গলবার কক্সবাজার-টেকনাফ সড়কের বালুখালী ঢালারমূখ থেকে তাকে আটক করা হয় বলে জানান উখিয়া থানার অফিসার মো. আবুল খায়ের।

 আটক ফয়েজ পালংখালী নলবনিয়া এলাকার সাবেক ইউপি মেম্বার সিরাজুল ইসলামের ছেলে।

মো. আবুল খায়ের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানার উপ-পরিদশ অালমগীর এবং সোহেল নেতৃত্বে সঙ্গীয় ফোর্স কক্সবাজার-টেকনাফ সড়কের বালুখালী ঢালারমূখ থেকে ফয়েজকে ইয়াবাসহ আটক করেছে। এসময় তাঁদের ব্যবহৃত ২টি মোটর সাইকেল জব্দ করে থানা নিয়ে আসা হয়েছে।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ফয়েজ দীর্ঘদদিন ধরে ইয়াবা ও মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তাঁর বিরুদ্ধে আরো একাধিক মামলা রয়েছে। এছাড়া সম্প্রতি ফারিরবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে প্রকাশ্যে অস্ত্র উঠিয়ে হুমকি, লাঞ্চিত করার ঘটনায় ভুক্তভোগী প্রধান শিক্ষিকা রেহেনা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছিল ফয়েজের বিরুদ্ধে।

পাঠকের মতামত: