ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

উখিয়ায় সন্ত্রাসীদের হামলায় মসজিদের ইমাম আহত

pic ukকায়সার হামিদ মানিক, উখিয়া :::
কক্সবাজারের উখিয়ায় সন্ত্রাসীদের হামলায় মসজিদের এক ইমাম গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।  শুক্রবার জুমার নামাজ শেষে এ হামলার ঘটনাটি ঘটেছে। জানা গেছে, উপজেলার রাজাপালং ইউনিয়নের উত্তর হাজির পাড়া জামে মসজিদের ইমাম হাফেজ নুরুল আলমকে পূর্বপরিকল্পিত ভাবে একই এলাকার সম্প্রতি বোদ্ধ মন্দির ভাংচুর মামলার অন্যতম আসামী সোলতান আহম্মদের ছেলে হাবি সওদাগর, মামুন, সফিউল্লাহ, হারুন সহ একদল অস্ত্রধারীরা হাফেজ নুরুল আলম জুমার নামাজ শেষে আজিজুর রহমানের বাড়ীতে খাবার খেতে যাওয়ার পথে তাকে হামলা চালিয়ে গুরুতর জখম করে মাঠিতে ফেলে দেয়। এ সময় আহতের শৌর চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এসে আহতকে সন্ত্রাসীদের কবল থেকে উদ্ধার করে উখিয়া হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক জানান, আহত ইমাম এখনো সংখ্যামুক্ত নন। অপরদিকে আহত মসজিদের ইমামকে সন্ত্রাসীদের কবল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার অপরাধে, উল্টো উদ্ধারকারীদের বিরুদ্ধে থানায় মিথ্যা মামলার হুমকি ধমকি ও ভয় ভীতি প্রদর্শন করছে বলেও জানা গেছে। এ ব্যাপারে স্থানীয় এলাকাবাসীরা ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত পূর্বক জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

পাঠকের মতামত: