উখিয়া প্রতিনিধি :::
মিয়ানমারে সেনা ও নিরাপত্তা বাহিনীর বর্বর নির্যাতনের মুখে জীবন ও সম্ভ্রম বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা নারীরা এখানেও রেহাই পাচ্ছে না। জীবনের ঝুঁকি নিয়ে এখানে আশ্রয় নিতে আসা রোহিঙ্গা নারীদের অনেকেই যৌন লালশার শিকার হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী শফিউল্লাহ কাটা বস্তিতে আশ্রিত এক রোহিঙ্গা নারীকে ধর্ষণের চেষ্টাকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে আটক হয় স্থানীয় একজন যুবলীগ নেতা। উখিয়া থানা পুলিশ জানিয়েছে রোহিঙ্গা নারী ধর্ষণচেষ্টায় আটক হওয়া যুবলীগ নেতার নাম সোহরাব উদ্দিন ভুলু (৩০)।
আটক সোহরাব উদ্দিন ভুলু পালংখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাহাবুবুল আলমের পুত্র। গতকাল শনিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরুদ্দিন মুহাম্মদ শিবলী ‘লম্পট’ ভুলুকে দেড় মাসের সাজা প্রদান করে জেলহাজতে প্রেরণ করেন।
উল্লেখ্য, এর আগে গত সপ্তাহে এক রোহিঙ্গা তরুণিকে ধর্ষণচেষ্টার সময় একজন এনজিওকর্মীকেও আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা আটক করেছিলেন।
পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম এ মঞ্জুর বলেন, আটক ভুলু ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি। প্রসঙ্গত পালংখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ গত আগস্ট মাসে ২০ হাজার ইয়াবা সহ পুলিশের হাতে ধরা পড়ে কারাগারে রয়েছেন। এ ঘটনার পর ইউনিয়ন যুবলীগের কমিটি বাতিল ঘোষণা করা হয়।
পাঠকের মতামত: