ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

উখিয়ায় প্রশাসনের অভিযানে নিুমানের ৪ লক্ষাধিক টাকার মালামাল জব্দ: পুড়িয়ে ধ্বংস

01ওমর ফারুক ইমরান, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি ::

উখিয়ায় বিজিবি ও প্রশাসনের উদ্যোগে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে বিভিন্ন নিুমানের মালামাল জব্দ করেন। জব্দকৃত মালামাল গুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। গতকাল সকাল ১১ থেকে দুপুর ২ টা পর্যন্ত ৩ ঘন্টাব্যাপী উপজেলার বিভিন্ন স্টেশনে অভিযান চালানো হয়। বিজিবির সাথে উখিয়া থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জব্দকৃত মালামালের মূল্য ৪ লক্ষাধিক টাকা। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাঈন উদ্দিন বলেন, রোববার ভেজাল বিরোধী যৌথ অভিযান চালিয়ে উখিয়ার মরিচ্যা, কোর্টবাজার, উখিয়া বাজারে এসব পণ্য উদ্ধারের পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মরিচ্যা যৌথ চেকপোষ্টের সুবেদার সাদেক আলী।

পাঠকের মতামত: