ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

উখিয়ায় ছোটদের অন্যরকম বড় ভোট

ওওওওফারুক আহমদ, উখিয়া ॥

ছোটদের অন্যরকম বড় ভোট উখিয়ায় উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। গত সোমবার পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দিতা পূর্ণ এ নির্বাচনে নবম শ্রেণীর ছাত্র রবিউল হোসেন ৮৫৯ ভোট পেয়ে প্রথম ও দশম শ্রেণীর ছাত্র মোহাম্মদ শহিদুল্লাহ রাশেল দ্বিতীয় স্থান হয়েছে। এছাড়াও শ্রেণী ক্যাটাগরীতে ষষ্ট শ্রেণীর প্রিমা বড়–য়া ৩৭২ ভোট সপ্তম শ্রেণীর তাহেরা বেগম ৫২৭ ভোট অষ্টম শ্রেণীর হেলাল উদ্দিন ইমন ৫০০ ভোট, আবুল কালাম ৫১৩ ভোট ও দশম শ্রেণীর প্রান্তিকা বড়–য়া ৩৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। ১৩৮২জন ভোটারের মধ্যে ১২৬৫জন ভোটাধিকার প্রয়োগ করে। উপস্থিতির সংখ্যা ৯১.৫৩। বিকেলে ভোট গণনা শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইদ্রিস মিঞা ফলাফল ঘোষনা করেন। এতে নির্বাচন কমিশনার দায়িত্বে ছিলেন, মোহাম্মদ কলিম উল্লাহ।

পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইদ্রিস মিঞা জানান, ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সমস্যা ও মৌলিক অধিকার আদায় সহ শ্রেণী কক্ষে পাঠদান ও শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে স্টুডেন্ট কেবিনেটের নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্বপালন করবে।

পাঠকের মতামত: