ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

উখিয়ায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে চবি’র উপ-উপাচার্য্য ড. শিরীণ আখতার

ফারুক আহমদ, উখিয়া :

অভিলাষ খেলাঘর আসর এর উদ্যোগে এস.এস.সি জি.পি.এ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, বার্ষিক সাহিত্য, সাংস্কৃতিক ও রচনা প্রতিযোগিতা সোমবার (৩০ জুলাই) উখিয়ার পালং আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য্য প্রফেসর ড. শিরীণ আখতার। প্রধান অতিথির বক্তব্যে বলেন, মেধা উৎকর্ষ সাধনের পাশা-পাশি নতুন প্রজন্মদের মাঝে মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। ওরা আগামী দিনের ভবিষ্যত। মাদক, বাল্য বিবাহ ও শিশু নির্যাতন প্রতিরোধে শিক্ষার্থীদেরকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো: আলম চৌধুরী। অভিলাষ খেলাঘর আসরের সভাপতি অধ্যাপক কবি আদিল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা কমান্ডার পরিমল বড়–য়া, পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিমুল এহসান মানিক, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য বিটিভির জেলা প্রতিনিধি জাহেদ সরওয়ার সোহেল, কমিশনার আশরাফুল হুদা জামশেদ, খেলাঘর জাতীয় পরিষদের সদস্য এম. জসিম উদ্দিন। উদ্ভোধক ছিলেন, খেলাঘর জেলা সভাপতি আবুল কাশেম বাবু। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সোহাগ চৌধুরীর সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ধেচুয়াপালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান গনি, সংগঠনের প্রতিষ্ঠতা সভাপতি ফরিদ আহমদ চৌধুরী, অভিলাষ খেলাঘর আসরের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, উৎযাপন কমিটির আহ্বায়ক মনজুর আলম, সদস্য সচিব আরমান জাহেদ, পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের কেবিনেট সদস্য মোহাম্মদ মোরশেদ প্রমূখ।

পরে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী এবং ২০১৮ সালে অনুষ্ঠিত এস.এস.সি পরীক্ষায় জি.পি.এ-৫ অর্জনকারীদের মাঝে পুরুস্কার ও সনদ বিতরণ করা হয়।

পাঠকের মতামত: