উখিয়ার দিগলিয়া ও চাকবৈঠা সড়কের এইচ বিবি দ্ধারা ২৩ শত ফুট কাজ সম্পূর্ণ হয়েছে ব্যাপক অনিয়ম দূর্ণীতির মধ্যে দিয়ে। ঠিকাদারেরা সিডিউল মোতাবেক ইট ও বালি দেয়নি। নিম্ম মানের ইট। খালের ময়লাযুক্ত বালি ব্যবহার করা হয়েছে উক্ত কাজে। আসন্ন বর্ষা মৌষমে ওই সড়কটি জনগনের কোন কাজে আসবেনা। সাবÑ ঠিকাদার বিএনপি নেতা খাইরুল আলম চৌধুরী ও মোক্তার আহম্মদ সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার লক্ষে এমন ভাবে দূর্ণীতির আশ্রয় নিয়ে লোফ দেখানো দায়সারা ভাবে কাজটি সমাপ্ত করেছে। স্থানীয় প্রত্যেক্ষ্য দর্শিরা জানান, ওই সড়কটিতে কাজ হলেও আসন্ন বর্ষা মৌষমে জনগনের কোন কাজে আসবেনা। উপজেলা স্থানী প্রকৌশল দুই প্যাকেজে কাজটি সম্পূর্ণ করার জন্য ৫৫ লাখ টাকা ব্যায় বরাদ্ধ দেন। সরকারের বদনাম রটানোর জন্য বিএনপি নেতা খাইরুল আলম চৌধুরীর ইট ভাটা থেকে নিম্ম মানের ইট দিয়ে এ সড়কের কাজে ব্যবহার করা হয়েছে। গতকাল রোববার সকালে সড়কটি পরিদর্শণ করে দেখা যায়, গুটি কয়েক শ্রমিক এইচ বিবি সড়কের উপরে পার্শ্ববর্তি খালের ময়লাযুক্ত বালি ব্যবহার করছে। এ ব্যাপারে জানতে চাইলে স্থানীয় উপÑ প্রকৌশলী সোহরাব আলী জানান, কাজ কেমন হয়েছে কাজের স্থলে গিয়ে দেখেন। সাব ঠিকাদার বিএনপি নেতা মোক্তার আহম্মদ বলেন, ময়লাযুক্ত বালি ছাড়া আরকি দেবে।
পাঠকের মতামত: