উখিয়ায় এক ইউপি সদস্য সহ ৯০৫ পিচ ইয়াবা নিয়ে পুলিশের হাতে আটক হয়েছে ৩ জন। এর মধ্যে একজন আওয়ামীলীগ সমর্থিত আসন্ন ইউপি নির্বাচনে সম্ভব্য চেয়ারম্যান প্রার্থীর ভাইও রয়েছে। মঙ্গলবার গভীর রাতে উখিয়া থানা পুলিশ উপজেলার মরিচ্যা বাজার এলাকা থেকে তাদের আটক করে। আটককৃতরা হচ্ছে, উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের লেংঙ্গুর বিল গ্রামের মৃত বাচা মিয়ার ছেলে ও হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, একই ইউনিয়নের পাগলীর বিল গ্রামের আওয়ামীলীগ নেতা সম্ভব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী আমিনুল হক আমিনের ছোট ভাই সিরাজুল হক ও টেকনাফ উপজেলার হাতিয়ার ঘোনা গ্রামের সোলতান আহম্মদের ছেলে মোঃ তৈয়ব। উখিয়া থানার ওসি (তদন্ত) মোঃ কায় কিসলু জানান, উখিয়া থানার ওসি মোঃ হাবিবুর রহমানের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে মরিচ্যা বাজার এলাকায় অভিযান চালিয়ে পাচারকারীদের ইয়াবা সহ আটক করা হয়েছে। এ ব্যাপারে উখিয়া থানায় আটককৃত ইয়াবা পাচারকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় থানায় মামলা রুজু করে গতকাল বুধবার দুপুরে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
পাঠকের মতামত: