ঢাকা,সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

উখিয়ায় অ্যাম্বুলেন্স থেকে ১৫ হাজার পিস ইয়াবাসহ আটক ২

ambউখিয়া প্রতিনিধি ::

কক্সবাজার জেলার উখিয়ায় একটি যাত্রীবাহী অ্যাম্বুলেন্সে অভিযান চালিয়ে ১৫ হাজার পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ অভিযান চালায় পুলিশ।

আটককৃতরা হলেন-টেকনাফ নয়াপাড়া শরনার্থী ক্যাম্পের আবুল হোসেনের ছেলে বাদশা মিয়া (৩৫) এবং সাতকানিয়া উপজেলার হাজী মোঃ কালু’র ছেলে রানা (৩০)। এসময় তাঁদের ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয় (যার নং-ঢাকা মেট্টো-ছ-২৪৯২)।

উখিয়া থানার পুলিশের উপ-পরিদর্শক মাঈন উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার অ্যাম্বুলেন্সে অভিযান চালিয়ে উক্ত ইয়াবাগুলো উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা’র আনুমানিক মূল্য ৪৫ লাখ টাকা। ধৃত পাচারকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলার প্রস্তুতি চলছে।

এর আগে ২০১৫ সালে ১৭ আগষ্ট একই ভাবে কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা বিজিবি’র সদস্যরা একটি অ্যাম্বুলেন্সে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ চালক শফিউল আলম (৩২) এবং এনজিও কর্মী শিখা রানী(৪০)কে আটক করেছিল।

পাঠকের মতামত: