ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধ্বসে ২ শিশু নিহতঃআহত ১

উখিয়া প্রতিনিধি ::  উখিয়ার পালংখালী ইউনিয়নের রোহিঙ্গা অধ্যুষিত ১৪নং রোহিঙ্গা ক্যাম্পের ৮নং ব্লকের বাসিন্দা ছৈয়দ আমিনের শিশু পুত্র রোহান (৫),আব্দুর শুক্কুরের শিশু পুত্র সোহেল (৮) ও ছৈয়দের শিশু পুত্র ফুর আলম (২) বাড়ীর পাশে পাহাড়ের খাদে খেলা করার সময় পাহাড় ধসে পড়লে ঘটনাস্থলে ২ জন মারা যায়। স্থানীয় রোহিঙ্গারা অলৌকিক ভাবে ঁেবচে যাওয়া ছফুর আলম (২)কে তাৎক্ষনিকভাবে মাটি সরিয়ে অক্ষত অবস্থায় উদ্ধার করে। গতকাল শনিবার বিকাল ৩টা দিকে এ ঘটনাটি ঘটে। উখিয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন ম্যানেজার এমদাদুল হক জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌছার আগেই রোহিঙ্গারা ২ শিশুকে মৃত ও ১জনকে আহত অবস্থায় উদ্ধার করে। তিনি জানান, ঝুকিপূর্ণ এলাকায় ছেলেমেয়েদের খেলা ধুলা না করার জন্য স্থানীয় রোহিঙ্গাদেরকে সর্তক করে দেওয়া হয়েছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ মো: আবুল খায়ের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

পাঠকের মতামত: