ঢাকা,শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

উখিয়ার বালুখালী রোহিঙ্গা বস্তিতে ত্রাণের গরু লুট

উখিয়া প্রতিনিধি  :::cow

উখিয়ার পালংখালী ইউনিয়নের পশ্চিম বালুখালী রোহিঙ্গা বস্তিতে রোহিঙ্গাদের দেওয়ার জন্য নিয়ে আসা একটি মৌলবাদী সংগঠনের প্রদত্ত ৫টি গরুর মধ্যে ২টি গরু গতকাল শনিবার দুপুর ২ টায় স্থানীয় ইউপি সদস্য নুরুল আবছার চৌধুরীর নেতৃত্বে এ গরু লুট হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন। এর পরেও ওই মৌলবাদী সংগঠন ৩টি গরু জবাই করে রোহিঙ্গাদের জনপ্রতি ১ কেজি করে মাংস বিতরণ করেছে বলে জানা গেছে। ক্যাম্পটি আইন শৃংখলা বাহিনীর নিয়ন্ত্রণে না থাকায় প্রতিদিন একের পর এক মৌলবাদী রোহিঙ্গা জঙ্গি সংগঠনের মদদ দাতারা ঢালাও ভাবে বিভিন্ন প্রকার ত্রাণ সামগ্রী বিতরণ করছে বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী জানান, রোহিঙ্গা গুলো বালুখালী থেকে সরে নিয়ে অন্যত্রে স্থান দিলে এলাকার আইন শৃংখলা, চোরাচালান সহ অনৈতিক কর্মকান্ড ঘটবেনা। তাই তিনি বালুখালীর রোহিঙ্গা বস্তি থেকে রোহিঙ্গাদের অন্যত্রে সরে নেওয়ার দাবী জানিয়েছেন। গরু লুটপাটকারী স্থানীয় ইউপি সদস্য নুরুল আবছার চৌধুরীর সাথে যোগাযোগ করিলে তিনি ঘটনার কথা অস্বীকার করেন।

পাঠকের মতামত: