কক্সবাজারের উখিয়া উপজেলার সরকারি-আধা সরকারি, স্বায়ত্ত্বশাসিত ও ব্যক্তিমালিকানাধীন প্রায় অর্ধশতাধিক বহুতল ভবন ভুমিকম্প ঝুঁকিতে বিদ্যমান রয়েছে। স্থানীয় প্রশাসন কয়েকটি ভবনকে চিহ্নিত করে ব্যবহার অনুপযোগী ঘোষনা করলেও অধিকাংশ ঝুঁকিপূর্ণ ভবন এখনো ব্যবহৃত হচ্ছে। অতিমাত্রায় ভূমিকম্পে এসব ঝুঁকিপূর্ণ ভবন ধ্বসে পড়ে প্রাণনাশের আশংকার আগে প্রশাসনের জরুরী ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে মনে করছেন পরিবেশবাদী সচেতন মহল।
সরেজমিন উখিয়া পলী ভবন (বিআরডি), যুব উন্নয়ন ভবন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ভবন, উপকূলের মোহাম্মদ শফির বিল সাইক্লোন সেল্টার, রূপপতি ও জালিয়াপালং সাইক্লোন সেল্টারটি ঘুরে দেখা যায়, জরাজীর্ণ ভবনের একাধিক স্থানে বড় বড় ফাঁটল ও প্যালেস্টারা খসে পড়েছে। তাছাড়া করই বনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম হলদিয়াপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানেও একই অবস্থা। সম্প্রতি রূপপতি সাইক্লোন সেল্টার কাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্যালেস্টারা খসে পড়ে একজন ছাত্রী আহত হওয়ার পর স্থানীয় প্রশাসন বিদ্যালয়টি পরিদর্শন করে ব্যবহার অনুপযোগী হিসাবে ঘোষণা করেন। বর্তমানেও ওই স্কুলে শিক্ষা কার্যক্রম বহাল তবিয়তে চলছে বলে অভিযোগ উঠেছে। উখিয়া কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী জানান, তার ভবনটি ব্যবহার অনুপযোগী হওয়ার বিষয়টি উচ্চ পর্যায়ের বিভিন্ন দপ্তরে আবেদন করে অবহিত করা হয়েছে। বিকল্প কোন ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে ঝুঁিকপূর্ণ ভবনে কাজ চালিয়ে যেতে হচ্ছে। উখিয়া পলী উন্নয়ন কর্মকর্তা ছৈয়দ মোস্তফা তালুকদার জানান, তারা খুবই আতংকের মধ্য দিয়ে সরকারি দায়িত্বপালন করছে।
পাঠকের মতামত: