এম আবু হেনা সাগর, ঈদগাঁও ::
ঈদ মৌসুমকে ঘিরে ঈদগাঁওতে গলাকাটা ভাড়া বানিজ্য আদায় করে চলছে কতিপয় যানবাহন চালকরা। এতে করে, দারুনভাবে বিপাকে পড়েছে সাধারণ যাত্রীরা । জানা যায়,জেলা সদরের বহুল আলোচিত বাণিজ্যিক এলাকা ঈদগাঁও বাজার সহ বৃহত্তর ঈদগাঁওর প্রত্যন্ত অলিগলিতে যান বাহন চালকরা ঈদ মৌসুমকে ঘিরে অতিরিক্ত ভাড়া আদায়ে মেতে উঠছে। এ নিয়ে গ্রামাঞ্চলের সাধারণ লোকজনের মাঝে বিরূপ প্রতিক্রিয়াও দেখা দিয়েছে। বৃহত্তর ঈদগাঁওর ছয় ইউনিয়নের নানা সড়ক-উপসড়ক জুড়ে ঝোঁপ বুঝে খোপ মারছে সর্বশ্রেনী যানবাহন চালকরা। এমনকি তারা দ্বিগুণ ভাড়া আদায় করে নিচ্ছে নানা কলা কৌশলে। যার কারনে যাত্রী সাধারণ মহা টেন শনে রয়েছে। গলাকাটা ভাড়া নেওয়ার বিষয়ে কয়েক রিক্সা চালকের কাছে জানতে চাইলে তারা জানায়, “ভাই এখন পরখ না, একটু দেখে শুনে ভাড়া দিয়েন” বলে দাবী করে বসে। কিছু টাকা কম দিলেই তারা গালমন্দ করে যাত্রী দেরকে। আবার অনেক যানবাহন চালক যাত্রী দের কাছ থেকে অনেকটা জোর করে ঈদের অজুহাত দেখিয়ে ৫/১০ টাকা বাড়তি নিয়ে নেই। এ নিয়ে যাত্রীরা যানবাহন চালকদের নিয়ে ফের বেকায়দায় রয়েছে। অন্যদিকে টানা কয়েকদিন ধরে অতিরিক্ত বৃষ্টিপাত আর পাহাড়ী ঢলের পানিতে ঈদগাঁও বাজারসহ নিন্মাঞল প্লাবিত হয়ে পড়েছিল। সেই সুযোগকে কাজে লাগিয়েও রিক্সাসহ অন্যান্য যানবাহনের চালকদের দ্বিগুন ভাড়ায় মেতে উঠেছিল তারা। অথচ ঈদগাঁও বাজার পরিচালনা কমিটি থেকেও এসব বিষয়ে নিরব দর্শকের ভূমিকা পালন করায় জনমনে ক্ষোভের সঞ্চার সৃষ্টি হচ্ছে। এই ব্যাপারে বাজার কমিটির সভাপতি সিরাজুল ইসলামের সাথে কথা হলে তিনি দ্বিগুন ভাড়া বানিজ্যের বিরুদ্বে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। এভাবে অসংখ্য যাত্রীদের অভিযোগ, গলাকাটা ভাড়া বানিজ্যের বিরুদ্ধে। তবে যাত্রীরা জানায়, কোথাও যাওয়ার আগে রিক্সা চালকরা যাত্রীদের কাছ থেকে ঈদকে ঘিরে দ্বিগুণ দাম দিয়ে বসে থাকে। তাতে যাত্রীদেরকে বিপদে ফেলে। এসব বিষয় নিয়ে অনেক সময় যাত্রী ও চালকদের মাঝে তর্কা তর্কির মত ঘটনাও ঘটে চলছে সড়ক-মহাসড়কে । উল্লেখ্য যে, পর্যটননগরীর প্রবেশদ্বারে বৃহৎ বানিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারে দীর্ঘবছর ধরে নেই কোন প্রকার যানবাহনের নিদিষ্ট ভাড়া তালিকা। যার কারনে কতিপয় চালকরা মনগড়া ভাড়া বানিজ্যে মেতে উঠছে সড়ক উপসড়কে।
পাঠকের মতামত: