মিজবাউল হক :
ঈদ মানেই খুশি আর আনন্দ। আর এই অনুভূতি প্রকাশের সাথে জড়িত নতুন পোশাক। শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকল বয়সী মানুষই চায়, ঈদে নিজেকে সুন্দরভাবে সাজাতে। তাই ঈদ এলেই সকলেই বিভিন্ন ডিজাইনের নতুন পোশাক কেনা বা বানানোর পরিকল্পনা করেন। আর ক’দিন পর মুসালমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে ঈদুল ফিতর। এই উৎসব পালনে মুসলিম পরিবারে চলছে নানা আয়োজন। এবারেও নতুনের মতো বরণে আনন্দ-উৎসব করবে সকল শ্রেণিপেশার মানুষ।
ঈদকে সামনে রেখে চকরিয়া বিপনি বিতান গুলো ক্রেতারা আসতে শুরু করেছে। বিভিন্ন দোকানে বাড়ছে ক্রেতার সমাগম। প্রতিদিন কসমেটিক, জুয়েলারী দোকান, শাড়ির দোকান ও অন্যান্য ঈদ সামগ্রী ক্রয় করতে ভিড় করছেন।
এদিকে ক্রেতাদের অর্ডারের কাপড় দ্রুত হাতে তুলে দেওয়ার জন্য রাতদিন কাজ করছেন দর্জিরা। আর এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য অনেকেই কিনছেন তৈরি পোশাক। আবার অনেকেই নিজের শরীরের সঙ্গে সুন্দরভাবে মানানসই পোশাক তৈরির জন্য ভিড় করছেন দর্জি কারখানাতে। আর ঈদ এলেই বেড়ে যায় দর্জিদের ব্যস্ততা।
জানা যায়, চকরিয়া পৌরশহরের শতাধিক টেইলার্সের দোকান রয়েছে। প্রত্যেকের দোকানের জন্য একটি করে সেলাই কারখানা রয়েছে। প্রায় দুই হাজার দর্জি সেখানে কাজ করছেন। তাদের প্রায় এক হাজার মতো সহকারী কাজ করেন কারখানা গুলোতে। টেইলার্সের ম্যানেজার প্রতিদিন শার্ট, পেন্ট, কোর্ট, সাপারি, পাঞ্জাবি, ত্রি-পিসসহ সেলাইরে বিভিন্ন আইটেম অর্ডার নিচ্ছেন। এরমধ্যে শার্ট, পেন্ট, পাঞ্জাবি, ত্রি-পিস, লং কামিজ বেশি অর্ডার নিচ্ছেন। এসব কাপড় গ্রাহককে নির্ধারিত সময়ের মধ্যে দেওয়ার জন্য রাতদিন কাজ করতে হচ্ছে দর্জিদের। প্রত্যেক দর্জিদের সকাল ৯টার মধ্যে কারখানায় হাজির হতে হয়। একেরপর এক শুর¤œ হয় অর্ডারের কাজ। রাতদিন কাজ করতে করতে সেহেরীর সময় হয়ে যায়। সঠিক সময়ে বাড়িতো যেতে পারছে না। থেকে যাচ্ছেন কারখানাতে।
ঈদকে সামনে রেখে ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছেন চকরিয়া পৌরশহরের দর্জিরা। সকাল থেকে রাত অবধি তাদের দোকানে যাচ্ছেন গ্রাহকরা। তবে এ গ্রাহকদের বড় অংশই নারী। আর তাছাড়া নারীরা সবসময়ই চান তাদের পোশাকে থাকুক আধুনিক ও নতুনত্ব। তাই তারা বিভিন্ন রকম থান কাপড় কিনে বানাতে দিচ্ছেন বিভিন্ন ডিজাইনের পোশাক। ফলে পৌহশহরের দর্জির দোকানগুলোতে রাতদিন সমান করে চলছে ঈদের নতুন পোষাক তৈরির কাজ। তবে অতিরিক্ত চাপের কারণে ইতোমধ্যে পোশাক তৈরির অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছেন অনেক দর্জি।
চকরিয়া সুপার মার্কেটের ডিসেন্ট ফ্যাশনের মালিক মনছুর ইসলাম জানান, ঈদ উপলক্ষে তাদের কাজের চাপ বেড়েছে রোজার আগে থেকেই। বাড়তি কাজের জন্য অতিরিক্ত কর্মচারী নেওয়া হয়েছে। তারপরও সময়ের সঙ্গে পাল্লা দিয়ে পোশাক তৈরি করে চলেছেন তারা। এবার ঈদে নারীদের তৈরি পোষাকের মধ্যে রয়েছে কামিজ, লং কামিজ, জিপসি, লং জিপসি ও ফতুয়া।
একইভাবে ডিসেন্ট টেইলার্সের মালিক বলেন, ‘ঈদকে সামনে রেখে আমাদের কাজের চাপ বেড়েছে কয়েক গুণ। অর্ডারের কাপড়ও জমা হয়েছে অনেক। কয়েক দিনের মধ্যেই অর্ডার নেয়া বন্ধ করে দেবো।
এদিকে এবারের ঈদে নারীরা বেশি প্রাধান্য দিচ্ছেন লং কামিজকে। তবে এর সঙ্গে আরো থাকছে কামিজ, রাউন্ড কামিজ, জিপসি ও ফতুয়াসহ বিভিন্ন ডিজাইনের পোশাক। পোশাকের ডিজাইনের সঙ্গে সঙ্গে বেডেছে মজুরিও। আর তাই চাপ থাকলেও বেশ উৎসাহ নিয়ে কাজ করছেন পোশাক কর্মীরা।
প্রকাশ:
২০১৭-০৬-১০ ১১:০২:৪৩
আপডেট:২০১৭-০৬-১০ ১১:০২:৪৩
- চকরিয়ায় প্যারাবন নিধনের মামলায় আসামি নিরীহ মানুষ
- পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
- চকরিয়ায় সেনাবাহিনীর হাতে নারীসহ তিনজন গ্রেফতার
- মেরিন ড্রাইভ সড়কে অস্ট্রেলিয়ান নাগরিক নিহত
- চকরিয়ায় সাবেক এমপি জাফর সাঈদি সহ আওয়ামী লীগের ২৮৭ জনের বিরুদ্ধে থানায় নতুন মামলা
- চকরিয়ায় যাত্রীবাহী বাস থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, বিক্রেতা গ্রেফতার
- দুর্নীতির আখড়ায় কক্সবাজার সিটি কলেজ
- চকরিয়ায় ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার ভয় দেখিয়ে দুই লাখ টাকা ছিনতাই
- বদরখালী সমিতির ১১টি মৎস্য প্রকল্পের নিলাম নিয়ে বিরোধ
- রামুতে আপন ভাতিজিকে অপহরণ করে মুক্তিপণ দাবি
- রামুতে ল্যাপটপ পেলেন ৮০ নারী ফ্রিল্যান্সার
- চকরিয়া সদরের বক্স রোড সম্প্রসারণ কাজে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ
- বহিরাগতদের নিয়ে কলেজে গেলেন পদত্যাগ করা বিতর্কিত অধ্যক্ষ মুজিবুল আলম
- চকরয়ার ঠিকাদার মিজান গ্রেফতার, কোটি টাকার ঋণের জেল-জরিমানার দায়ে
- কক্সবাজার আবাসিক হোটেলে ৭০ ইউপি সদস্যের ‘গোপন বৈঠক’, আটক ১৯
- চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২টি ডাম্পার ও স্কেভেটর জব্দ
- চকরিয়ার রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় : কোটি টাকা লোপাটের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- কুতুবদিয়ায় গর্তে ১০ লক্ষ মণ পুরাতন লবন,লোকসানের শংকা চাষীরা
- ঈদগাঁও’র নবাগত ইউএনও বিমল চাকমা
- চকরিয়ার সাবেক এমপি জাফর আলম, সালাহউদ্দিনসহ আওয়ামী লীগের ৭৩৬ জন আসামী
- চকরিয়ায় ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার ভয় দেখিয়ে দুই লাখ টাকা ছিনতাই
- উত্তপ্ত রামু সরকারি কলেজ: অধ্যক্ষ মুজিবের অপসারনের দাবিতে কার্যালয় ও প্রশাসনিক ভবনে তালা
পাঠকের মতামত: