মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী:
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে কক্সবাজারের পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম-এর আমন্ত্রনে জেলার উর্ধ্বতন কর্মকর্তা, রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৬ জুন এসপি এ.বি.এম মাসুদ হোসেনের সরকারি বাসভবনে অনুষ্ঠিত উক্ত নৈশভোজে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুহাম্মদ ইকবাল হোসাইন, উখিয়াসার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাহিদ আদনান তাহিয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং কক্সবাজার জেলার সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্টজনেরা স্বস্ত্রীক অংশ নেন। নৈশভোজে অংশ নেয়া সকলে পরস্পর ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। নৈশভোজটি কক্সবাজারের ভিআইপিদের একটি মিলন মেলায় পরিণত হয়।
পাঠকের মতামত: