ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

ঈদগড়-ঈদগাঁও সড়কে থেমে নেই কাঠ পাচার

hati...কক্সবাজার সদর প্রতিনিধি :::

কক্সবাজার সদরের ঈদগাঁওতে বন্য হাতির উপর্যুপরী হামলায় এক কাঠুরিয়ার মৃত্যু হয়েছে। ৯ জুন সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে বর্ণিত ইউনিয়নের বরঘোনা নামক স্থানে। নিহত কাঠুরিয়া দক্ষিণ ভাদিতলার আবুল হোছনের পুত্র আবদুল মতলব (৫৬)। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত আবদুল মতলব প্রতিদিনের ন্যায় লাকড়ি সংগ্রহ করতে গিয়ে বরঘোনা নামক স্থানে পৌছলে একদল বন্য হাতি তাকে আগলে ধরে উপর্যুপরী আঘাত করে চলে যায়। এসময় লাকড়ি সংগ্রহ করতে যাওয়া সহকর্মীরা উদ্ধার করে তাকে ডুলাহাজারা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই দিন আসরের নামাজের পর স্থানীয় জামে মসজিদে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। আবদুল মতলব ৪ মেয়ে, ১ সন্তানের জনক বলে জানা গেছে। স্থানীয় নবনির্বাচিত মেম্বার জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এদিকে অসহায় পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তিকে হারিয়ে নেমে এসেছে চরম বিপর্যয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

পাঠকের মতামত: