ঢাকা,বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

ঈদগড়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু : শোকের ছায়া

নিজস্ব প্রতিনিধি, ঈদগাঁও ::

রামুর ঈদগড়ে করলিয়ামোরা নামক এলাকার পুকুরে পড়ে এক শিশু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। সে এলাকার বাসিন্দা আব্দুল হামিদের দুই বছরের শিশু পুত্র তানজিদুল ইসলাম ২ জুলাই সোমবার বিকালে বাড়ির পুকুরে পড়ে মৃত্যু হয়েছে। তবে পারিবারিক সূত্র মতে, পরিবারের সদস্যদের চোখের আড়ালে ঐদিন বিকাল দিকে তানজিদ খেলতে গিয়ে বাড়ির পুকুরে পড়ে। স্বজনরা অনেক খোঁজা খুঁজি করে পুকুর থেকে মুমূর্ষু অবস্থায় শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। মৃত্যবরণ করা শিশুটির আত্বীয় স্বজন সহ পরিবার পরিজনের মাঝে শোকের ছায়া বিরাজ করছে। এদিকে ঈদগড়ে দায়িত্বরত এএসআই মোরশেদ উপরোক্ত বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

পাঠকের মতামত: