ঢাকা,রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪

ঈদগড়ে অপহৃত আরো ২ জন উদ্ধার

 opphoran uddarমোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার :::

ঈদগাঁও-ঈদগড় সড়কে অপহৃত ৪ জনের মধ্যে বাকী ২ জনও উদ্ধার হয়েছে। এ সংক্রান্ত ঘটনায় কক্সবাজার মডেল থানায় ২৭ জুন অপহরণ মামলা হয়েছে। উদ্ধারকৃতরা হচ্ছে ইসলামাবাদ খোদাইবাড়ী গ্রামের মৃত ছৈয়দ আহমদের পুত্র ব্যবসায়ী মোহাম্মদ কালু ও ঈদগড় এলাকার মৌলভী মনির আহমদ প্রকাশ খোকন মৌলভী। কক্সবাজার মডেল থানা ও রামু থানা পুলিশের চিরুনী অভিযানে নিরূপায় হয়ে অপহরণকারীরা তাদেরকে পানেরছড়া ঢালা সংলগ্ন গভীর জঙ্গল থেকে ছেড়ে দেয় বলে জানা গেছে। ঈদগাঁও তদন্ত কেন্দ্র পুলিশের ইনচার্জ মো. মিনহাজ মাহমুদ ভুঁইয়া জানান, সোমবার ভোর রাতে ও এর আগের দিন মোহাম্মদ কালু ও খোকন মৌলভীকে অপহরণকারীরা ছেড়ে দিতে বাধ্য হয়। এর আগের দিন উদ্ধার হয়েছিল ২ জন। দু’দিনে উদ্ধারকৃত ৪ জনের মধ্যে ৩ জন এখন কক্সবাজার থানায় পুলিশ হেফাজতে এবং বাকী একজন নিজ বাড়ীতে রয়েছে। তিনি জানান, ২৭ জুন অপহরণ মামলা হয়েছে মডেল থানায়। অপহৃতদের এক আত্মীয় অজ্ঞাত নামা আসামী দেখিয়ে এ মামলাটি দায়ের করেন। এদিকে এ ঘটনায় সন্দেহভাজন আটক নুরজাহান এখনো ঈদগাঁও পুলিশের হেফাজতে রয়েছে।

পাঠকের মতামত: