মো. রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার ::
কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী ও প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় এর গৌরবের ৭১ বছর পূর্তি উৎসব বর্ণাঢ্য ও ঝাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ উপলক্ষে ১৫ ডিসেম্বর বিকেলে বিদ্যালয় মাঠে প্রাক্তন ছাত্রদের ২য় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত শিক্ষার্থীদের মতামতের আলোকে অন্তবর্তীকালীন সময়ের জন্য একটি আহবায়ক কমিটি ও প্রচার উপ-কমিটি গঠন করা হয়। কমিটিতে ৭৫ ব্যাচের শিক্ষার্থী বর্তমান ইসলামাবাদ চেয়ারম্যান নুর ছিদ্দিককে আহবায়ক এবং ৮৪ ব্যাচের শিক্ষার্থী রাজনীতিক শওকত আলম শওকতকে সদস্য সচিব নির্বাচিত করা হয়। এছাড়া ৩ সদস্য বিশিষ্ট একটি অস্থায়ী প্রচার কমিটি গঠন করা হয়। এতে ছাত্রনেতা রাশেদ উদ্দীন রাসেলকে আহবায়ক এবং মো. সোহেল রানা ও সংবাদকর্মী শাহিদ মোস্তফা শাহিদকে যুগ্ম আহবায়ক করা হয়। পূর্তি উৎসবের এ প্রস্তুতি সভায় মতামত উপস্থাপন করেন ১৯৭০ ব্যাচের আলহাজ¦ ছব্বির আহমদ এম.এ, মাষ্টার জাকের হোসেন, ৭৫ ব্যাচের অধ্যাপক ফিরোজ আহমদ, মোহাম্মদ ছানা উল্লাহ, মাষ্টার মোহাম্মদ হাবিব উল্লাহ, বজল আহমদ, ৭৬ ব্যাচের সাহাব উদ্দীন চৌধুরী, ৭৭ ব্যাচের আলহাজ¦ আবদুচ ছালাম, ২০০২ ব্যাচের নুরশাদ মাহমুদ, ২০০৮ ব্যাচের বোরহান উদ্দীন মাহমুদ, ২০১০ ব্যাচের সোহেল রানা, ২০১১ ব্যাচের শাহিদ মোস্তফা শাহিদ, ২০১২ ব্যাচের মো. সোহেল, ২০১৪ ব্যাচের বেলাল উদ্দীন, ২০১৭ ব্যাচের শাহরিয়ার হোসেন সেজান প্রমুখ। উপস্থিত ছিলেন জালালাবাদের সাবেক চেযারম্যান ফরিদুল আলম (১৯৭৫), মনজুর আলম (১৯৭৪), মাষ্টার হেলাল উদ্দীন (১৯৮৬), জানে আলম (১৯৮৭), সাবেক বাজার সেক্রেটারী মুফিজুর রহমান মফিজ, সাংবাদিক শেফাইল উদ্দীন (১৯৯০), সদর আ.লীগ সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান আজাদ (১৯৯১), ফারুক আহমদ (১৯৯৪), ইমরুল হাসান রাশেদ (জালালাবাদ চেয়ারম্যান) (২০০৩), সুপ্রীম কোর্টের বর্তমান ব্যারিস্টার নুরুল আজিম, ইমাম হোসেন (২০০৫), এইচ.এম আমিনুর রশিদ, সাহাব উদ্দীন সিহাব (২০০৮), সাইফুল ইসলাম, রাশেদ উদ্দীন (২০০৯), মণিষ আচার্য্য, মো. আলমগীর (২০১০), মামুন অর রশিদ (২০১১), হেফাজতুর রহমান, মমতাজুল হক, মোহাম্মদ রফিকুল ইসলাম, মো. শাহাদত হোসেন, মো. নাঈম, বেলাল উদ্দীন, সিরাজুল ইসলাম, সাইফুল ইসলাম (২০১২) সাইফুল, হামিদ (২০১৩), ইমরান খান ইমু, জাফর আলম (২০১৪), তানবিরুল ইসলাম আয়ুব (২০১৫), সাজ্জাদ হিরু, আরিফ রায়হান, ওমর ফারুক (২০১৭)। এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও সাংবাদিক মো. রেজাউল করিম।
পাঠকের মতামত: