ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

ঈদগাহ প্রেসক্লাবের বার্ষিক সম্মেলন ও কমিটি গঠিত

৪৪৪৪প্রেস বিজ্ঞপ্তি ::

বৃহত্তর ঈদগাঁও থেকে বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সংগঠন ঈদগাহ প্রেসক্লাব এর বার্ষিক সম্মেলন ও নতুন কমিটি গঠিত হয়েছে। গতকাল প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক গিয়াস উদ্দীন রবিনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন সাবেক সভাপতি, সিনিয়র সাংবাদিক গিয়াস উদ্দীন। উক্ত সম্মেলনে আলোচনা পর্ব শেষে প্রেসক্লাবের সকল সদস্যদের মতামতের ভিত্তিতে (২০১৬-১৭) সালের কমিটি গঠিত হয়। এতে প্রেসক্লাবের সদস্যরা সকলেই আলোচনায় তাদের নিজেদের অভিব্যক্তি ব্যক্ত করেন। আলোচনা শেষে সদস্যদের মতামতের ভিত্তিতে সাবেক প্রধান নির্বাহী নুরুল আমিন হেলালী সভাপতি ও রাশেদুল করিম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, প্রধান নির্বাহী সর্ব সাংবাদিক কাফি আনোয়ার, নির্বাহী সভাপতি- গিয়াস উদ্দীন, সিনিয়র সহ-সভাপতি- আজাদ মনসুর, যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দীন রবিন, সহ-সাধারণ সম্পাদক- শাহিদ মোস্তফা শাহিদ, সাংগঠনিক সম্পাদক- শফিউল আলম আজাদ, অর্থ সম্পাদক- মোজাম্মেল হক এবং নির্বাহী সদস্য মোহাম্মদ আলম বিশাল ও মোহাম্মদ শাহিন মনোনীত হন। নতুন কমিটির সভাপতি নুরুল আমিন হেলালী বলেন, ঈদগাঁওতে কর্মরত সাংবাদিকদের সংগঠন ঈদগাহ প্রেসক্লাবের সকল সদস্যদের লেখনীর মাধ্যমে ঈদগাঁওর উন্নয়নে ভূমিকা রাখার জন্য আহবান করেন এবং তাঁর উপর অর্পিত দায়িত্ব তিনি যথাযথভাবে পালনে সকলের সহযোগিতা কামনা করেন।

পাঠকের মতামত: