ঢাকা,মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিজ্ঞান মেলা সম্পন্ন

এম আবুহেনা সাগর, ঈদগাঁও ::
“বিজ্ঞান শিক্ষাই হোক আগামী প্রজন্মের উন্নয়নের প্রধান হাতিয়ার” এ শ্লোগানকে সামনে রেখে জেলা সদরের বৃহত্তর ঈদগাঁওর একমাত্র নারী শিক্ষা প্রতিষ্টান ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান মনস্ক শিক্ষার্থী দের অংশগ্রহনে বিজ্ঞান মেলা অনুষ্টিত হয়েছে।
২৩ জানুয়ারী সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে বর্ণাঢ্য এ মেলার উদ্বোধন করেন- ঈদগাহ ফরিদ আহমদ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা।
প্রধান অতিথি হিসেবে ছিলেন, বিদ্যালয়ের দাতা সদস্য বখতিয়ার কামাল চৌধুরী। অতিথি হিসেবে ছিলেন, ঈদগাহ ফরিদ আহমদ ডিগ্রী কলেজের ক্রীড়া শিক্ষক আবদুল হামিদ, ঈদগাহ রিপোর্টার্স সোসাইটির সাবেক সভাপতি এম আবুহেনা সাগর।
শিক্ষকদের মধ্যে ছিলেন, মিনুন্নাহার বেগম,হেলাল উদ্দিন,পারভীন আক্তার নুর জাহান বেগম, ছালেহা আক্তার, সুপ্রিয়া পাল, রাজন আচায্যে,রমিজ উদ্দিন,ছানা উল্লাহ, সাইফুদ্দিন সৈকত, ফরিদুল আলম, আহমদ কবির।
মেলার সার্বিক তত্তাবধানের দায়িত্বে ছিলেন,শিক্ষক মোস্তাফিজুর রহমান।
এ মেলায় ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন,নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়, ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়,ওয়াহেদের পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,লুৎফুল কবির মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
মেলা সমন্বয়কারী বিজ্ঞান শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন,গ্রামাঞ্চলে শিক্ষার্থীদেরকে বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহী এবং শিক্ষার্থীদের থেকে বিজ্ঞান ভীতি দুর করার লক্ষে এ বিজ্ঞান মেলার আয়োজন।
এ মেলায় শিক্ষার্থীদের বিভিন্ন ইভেন্টে ২৩টি ষ্টল পরিদর্শন করে সন্তুষ্ট প্রকাশ করেন অতিথিরা।

পাঠকের মতামত: