ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের ১৭জন ক্ষুদে পদার্থবিদ এখন ঢাকায় 

এম আবুহেনা সাগর, নিজস্ব প্রতিবেদক :: সংখ্যায় ১৭, ফিজিক্স ভালবাসে। সদরের ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনে ছাত্র। ২৮-২৯ ফেব্রুয়ারী অনুষ্ঠেয় জাতীয় ফিজিক্স অলিম্পিয়াডে অংশ নিতে ঢাকায় এখন তারা। দল সমন্বয়ক একই বিদ্যালয় সহকারী শিক্ষক নূরুল ইসলাম জানান ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ও সিনেট ভবনে ডাচ বাংলা-প্রথম আলোর আয়োজনে বাংলাদেশ জাতীয় ফিজিক্স অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।

এতে কক্সবাজার জেলার আঞ্চলিক পর্বে বিজয়ী ৪৯ জন ক্ষুদে পদার্থবিদ অংশ নেবে। এদের মধ্যে ১৭জন শিক্ষার্থী ঈদগাহ্ আদর্শ শিক্ষা নিকেতনের। তারা হলেন ক্যাটাগরি এ-তে সপ্তম শ্রেণির আফিয়া আনজুম আফরা, ক্যাটা গরি বি-তে নবম শ্রেণির নুসাইব মাহমুদ আদিল, আরফাতুল ইসলাম, মোহাম্মদ ওয়ালিদ, তান ভীর হুদা অভি, মো. ইব্রাহিম, নওশাদ মোক্তার এবং ক্যাটাগরি সি-তে দশম শ্রেণির ফাহিম মোরশেদ সাউদ, অংকন কান্তি দে, সোহাইল মোহাম্মদ, তারেক হোসাইন জনি, আশরাফুল ইসলাম অর্ণব, শফিকুল ইসলাম, আসাদ বেলাল, মুসতাইনুল ইসলাম, মো. ইসমাইল, তাফিজুর রহমান।

আয়োজক সূত্র মতে, জাতীয় পর্বে বিজয়ীদের নিয়ে আয়োজন করা হবে প্রস্তুতি ক্যাম্প। এ বছর সর্বোচ্চ আটজন অংশগ্রহণকারী সুযোগ পাবে তাইওয়ানে অনুষ্ঠিত ২১তম ফিজিক্স অলি ম্পিয়াডে অংশগ্রহণে। এছাড়া পাঁচজন করে সুযোগ পাবে লিথুনিয়াতে অনুষ্ঠেয় ৫১তম আন্ত র্জাতিক ফিজিকস অলিম্পিয়াড ও রোমানিয়ায় অনুষ্ঠেয় ইউরোপিয়ান অলিম্পিয়াডে অংশ নেও য়ার।

পাঠকের মতামত: