মো. রেজাউল করিম, ঈদগাঁও:
ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ ১৯৯০ ব্যাচের অভিষেক সম্পন্ন হয়েছে। ১৮ জানুয়ারী রাত ১০ টায় বাজারের সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কার্যকরী পরিষদের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য প্রদান ও শপথ বাক্য পাঠ করান ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক মো. জাফর আলম। প্রধান বক্তা ছিলেন ঈদগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ সাধারণ সম্পাদক আলহাজ¦ মাওলানা জসিম উল্লাহ মিয়াজী। কার্যকরী পরিষদের নবনির্বাচিত সভাপতি মুফিজুর রহমান মুফিজের সভাপতিত্বে আমন্ত্রিতদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য দেন ঈদগাঁওর সিনিয়র সাংবাদিক মো. রেজাউল করিম। বার্ষিক হিসাব বিবরণী পেশ করেন সহ-সাধারণ সম্পাদক আবদুল করিম বি.এ। উপদেষ্টাদের মধ্যে বক্তব্য দেন মাইজ পাড়া নিবাসী আমেরিকা প্রবাসী আজিজুল হক, কালিরছড়া নিবাসী উপদেষ্টা ইয়াছিন চৌধুরী পারভেজ, নবনির্বাচিত সহ-সভাপতি এম. মমতাজুল হক, সহ-সাধারণ সম্পাদক (হিসাব) মাষ্টার এম. আমান উল্লাহ, সদস্য ঈদগড় প্রবাসী দিদারুল ইসলাম। উপস্থিত ছিলেন দক্ষিণ মাইজ পাড়া নিবাসী উপদেষ্টা ছৈয়দ আকবর। আমন্ত্রিতদের মধ্যে ছিলেন দৈনিক সৈকত প্রতিনিধি মিজানুর রহমান আজাদ, দৈনিক সাগরদেশ প্রতিনিধি আনোয়ার হোছাইন, দৈনিক সকালের কক্সবাজার প্রতিনিধি শাহিদ মোস্তফা শাহিদ, দৈনিক কক্সবাজার’৭১ প্রতিনিধি মিছবাহ উদ্দীন। নবনির্বাচিত কার্যকরী পরিষদ কর্মকর্তারা হচ্ছেন সভাপতি মুফিজুর রহমান মুফিজ, সিনি. সহ-সভাপতি আবদুল মোনাফ সওদাগর, সহ-সভাপতি যথাক্রমে হুমায়ুন কবির (ব্যাংকার), নুরুল হুদা (জাপান), মাষ্টার মিল্টন পাল মিটু, এম. মমতাজুল হক, সাধারণ সম্পাদক মো. সাহাব উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক (সাধারণ) আবদুল করিম, সহ–সাধারণ সম্পাদক (হিসাব) মাষ্টার আমান উল্লাহ, অর্থ সম্পাদক নুর রহিম সওদাগর, সহ-অর্থ মনজুর আলম সওদাগর, প্রবাসী কল্যাণ সম্পাদক আবু সাঈদ মিয়াজী (সবুজ), সাংগঠনিক সম্পাদক চন্দন পাল (বাবু), প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক শেফাইল উদ্দীন, আইন বিষয়ক সম্পাদক মহি উদ্দীন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নুরুল কবির সওদাগর, ধর্ম বিষয়ক সম্পাদক আতিকুর রশিদ তারেক, অফিস সম্পাদক মাষ্টার আবু তাহের, সদস্য যথাক্রমে মাষ্টার মনছুর আলম, দিদারুল ইসলাম, মো. শহিদুল ইসলাম সওদাগর। উপদেষ্টা পরিষদে রয়েছেন আজিজুল হক (মাইজ পাড়া), ইয়াছিন চৌধুরী পারভেজ (কালির ছড়া), জাহেদুল হক ফরাজী (ফরাজী পাড়া), রঞ্জন প্রসাদ দাশ গুপ্ত (লিটন) (পশ্চিম ভোমরিয়াঘোনা), অধ্যাপক মিজানুর রহমান (পালাকাটা), এডভোকেট জসিম উদ্দীন (কালিরছড়া), ছুরুত আলম (খোনকারখিল), মোস্তফা কামাল লুতু (খোদাইবাড়ী), মো. সেলিম উল্লাহ (খোদাইবাড়ী), মাহবুবুর রহমান (চৌফলদন্ডী), আলহাজ¦ আবুল কালাম (দক্ষিণ মাইজ পাড়া), ছৈয়দ আকবর (দক্ষিণ মাইজ পাড়া), এহেছানুল হক মিয়াজী (মিয়াজী পাড়া), আজিজুর রহমান (পাঁহাশিয়াখালী) ও মোহাম্মদ ইছমাইল (ভাদি তলা)।
পাঠকের মতামত: