ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

ঈদগাঁহ দরগাহ পাড়া সড়ক ও কালভার্ট মরনফাঁদ!

সেলিম উদ্দীন, ঈদগাঁহ :: কক্সবাজার সদরের ঈদগাঁহ দরগাহ পাড়া সড়কের কালভার্ট মরনফাঁদে পরিনত হয়েছে। স্থানীয় প্রশাসন কোন উদ্দোগ না নেয়ায় দিন দিন হতাশ হয়ে পড়েছেন চলাচলরত লোকজন ও এলাকাবাসি। এ সড়কে চলাচলরত যানবাহন চালকদের জনদুর্ভোগের শেষ সীমা ছাড়িয়ে গেছে। দ্রুত সড়কটি চলাচল উপযোগী করার দাবী জানিয়েছেন এলাকাবাসী। সরজমিন দেখা গেছে, দরগাহ গেইট থেকে কালভার্ট আসা পর্যন্ত সড়কের আশে পাশে ময়লা আবর্জনার স্তূপে পরিণত হওয়ার কারণে সড়কের বড় বড় গর্তে বৃষ্টির পানি জমে একাকার। স্থানীয় ভাড়া বাসার লোকজন সড়কের আশে পাশে ময়লা আবর্জনার ফেলে স্তূপ গড়ে তুলেছে বলে অভিযোগ উঠেছে। জানা যায়,গত ক’বছর ধরে সড়কের কালভার্টটি মেরামত না করার কারণে বর্ষার দিনে বৃষ্টির সময় কদমার্ক্ত সড়ক দিয়ে যাতায়ত করা মহা মুসকিল হয়ে পড়েছে। এলাকার কোমলমতি শিক্ষার্থীরা শিক্ষাঙ্গনে আসা যাওয়া করতে অনিহা প্রকাশ করছে। এ সড়ক দিয়ে দৈনিক হাজার হাজার নারী পুরুষ মৃত্যুর ঝুঁকি নিয়ে চলাচল করছে। সড়কে চলাচলরত বিভিন্ন যানবাহন চালকরা জানায়, সড়কটি দিয়ে যানবাহন চলাচলতো দুরের কথা হেটে চলা দুস্কর। একবার গেলে দ্বিতীয়বার যেতে মন চাইনা। স্থানীয় ব্যবসায়ীরা জানান, বাসষ্টেশন থেকে দরগাহ পাড়া রোডে গেলে সড়কের আশে পাশের ময়লা আবর্জনার কারনে যানবাহন চলাচলে বাঁধা সৃষ্টি হচ্ছে। ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মনজুর আলম বলেন, দ্রুত সময়ে সড়কের যাতায়াত সমস্যার সমাধান করা না হলে জন দুর্ভোগ বাড়বে। তিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের হস্থক্ষেপ কামনা করেছেন।

পাঠকের মতামত: