ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

ঈদগাঁহ’র আরেক হতভাগা প্রবাসীর মৃত্যু সৌদিতে

আনোয়ার হোছাইন, ঈদগাঁহ, কক্সবাজার ::  কক্সবাজার সদরের ঈদগাঁহ’র আরেক হতভাগা প্রবাসীর সৌদি আরবে মৃত্যু হয়েছে। তার নাম আবু তাহের (৫০) উক্ত প্রবাসী ঈদগাঁহস্থ পোকখালী ইউনিয়নের পূর্ব গোমাতলীর মৃত হাজী ছৈয়দুর রহমানের ছেলে। হতভাগা এ প্রবাসী মঙ্গলবার ( ১৪ ই এপ্রিল) সৌদি আরব সময় সকাল সাড়ে ৮ টার দিকে মক্কার কিং সালমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। তিনি পেটে পাথর ও ডায়াবেটিস জনিত রোগে আক্রান্ত হয়ে কিছুদিন আগে হাসপাতালে ভর্তি হয়। মৃতের স্বজন ও সহকর্মীর মাধ্যমে এ সংবাদ দেশে পৌঁছালে পরিবারে বুকফাটা আহাজারি শুরু হয়।উল্লেখ্য, বিগত দুই সপ্তাহের মধ্যেই সৌদি আরবে আশংকা জনকহারে বাংলাদেশী প্রবাসীদের মৃত্যু হচ্ছে। অনেকে এর জন্য সারা বিশ্বেরমত সৌদি আরবে করোনা বিস্তাররোধে সরকার দেশ জুড়ে লকডাউন ও যে কারফিউ জারি করেছ,এর কারণে প্রবাসীরা কর্মহীন হয়ে আবদ্ধ কক্ষে খানা পিনার চরম অভাব,করোনা ভাইরাস আতংক ও দেশে স্বজনদের জন্য টাকা পয়সা পাঠাতে না পেরে অস্থিরতার মাঝে অসুস্থ হয়ে পড়ছে।আবার অনেকে টেনশনে স্ট্রোক করে মৃত্যু বরণ করছে বলে মতো প্রকাশ করছে।

পাঠকের মতামত: