আনোয়ার হোছাইন, ঈদগাঁও :
কক্সবাজার সদরের ঈদগাঁও রবার ডেম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটড পরিচালনায় ব্যাপক অনিয়ম ও দূর্নীতির গুরুতর অভিযোগ উঠেছে ।বছরের পর বছর এ অনিয়ম অব্যাহত থাকলেও কেউ এর বিরুদ্ধে অদৃশ্য কারণে মুখ খুলেনি। দেরিতে হলেও এ অনিয়মের লাগান টেনে ধরতে কৃষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, দুই দশক পূর্বে সারা দেশে গুরুত্বপূর্ণ দুটি স্থানকে চিহ্নিত করে কোটি টাকা খরচে সরকার দু’টি রবার ডেম নির্মাণ করে।যার মধ্যে একটি হচ্ছে ঈদগাঁও রবার ডেম।যা দেখতে দূর দুরান্ত থেকে লোকজন সবসময় ভিড় করত। কৃষকদের ভাগ্যোন্নয়নে সরকার এ প্রকল্পটি বাস্তবায়নের পাশাপাশি তা পরিচালনায় কিছু নীতিমালাও বেধে দেন।নীতিমালায় উপকারভোগী সব কৃষক সদস্য হওয়ার সুযোগ থাকলেও ইসলামাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারমেন জাফর আলম শুরু থেকে কলা কৌশলে নামে মাত্র ৫০/৬০ জন কৃষককে যেনতেন ভাবে সদস্য দেখিয়ে পরিচালনা কমিটির গুরুত্বপূর্ণ পদগুলো কুক্ষিগত করে বিগত দুই দশক পর্যন্ত নানা অনিয়ম ও দূর্নীতি করে যাচ্ছে ।পানি সেচের বিনিময়ে এ দুই দশকে আয়কৃত কোটি কোটি টাকার কোন হিসাব নিকাশ নেই। এর অধীনে ৪ শ কৃষকেরা ১০ হাজার একর জমি থেকে একর পিছু ৩ হাজার থেকে ৪ হাজার ৫ শ টাকা আদায় করে আসছে । গত দুই দশকে আয়কৃত কোটি কোটি টাকার কোন হিসাব ও হদীস নেই।কিন্তু সংশ্লিষ্ট একাউন্টে দৃশ্যমান কোন টাকা নেই।অন্য দিকে বিগত ৫ বছর পূর্বে রামুর সোনাই ছড়িতে স্থাপিত রবার ডেম পরিচালনা কমিটি একাউন্টে ২ কোটি টাকা জমা দে়খিয়ে সরকার থেকে জাতীয় পুরস্কার অর্জন করেছে।অথচ ঐ রবার ডেম কমিটি একর পিছু ৮ শ টাকা করে নেয়। এছাড়া সাধারণ সম্পাদকের নতজানু কিছু নালা পরিচালক ও মেনেজার বিভিন্ন অজুহাত আরো অতিরিক্ত টাকা আদায় করে বলে সাধারণ কৃষকদের অভিযোগ ।এসব অনিয়ম বিভিন্ন সময় সভাপতি সাধারণ সম্পাদককে জানালেও তারা কানে তুলেনা। এক কথায় স্বৈরচারী কায়দায় চলছে এ কমিটি ।এ অবস্থায় বিগত ২০১২ সালে সমিতিটি সমবায় এর অধীনে যায়। সেই কমিটিতেও একই ব্যক্তি সাধারণ সম্পাদক পদ হাতিয়ে নিয়ে কোন প্রকার হিসাব নিকাশবিহীন এ সমিতি চলছে তা নিয়ে কৃষকদের সন্দেহের তীর উপজেলা সমবায় কর্মকর্তার দিকেও তাক হচ্ছে। এ অবস্থায় উপরোক্ত অভিযোগসহ বিভিন্ন ইস্যু উপস্থাপন করে বিগত ১৪ মার্চ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দায়ের করেছেন শতশত কৃষক।অভিযোগ পরবর্তী নির্বাহী কর্মকর্তা কয়েক দফা বৈঠক করেছেন ।এদিকে সাধারণ কৃষকদের দাবি তাদের ঘাম ঝরানো কোটি কোটি টাকার হিসাব উদ্ধার ও বর্তমান স্বৈরাচারী পরিচালনা কমিটি বিলুপ্ত করে কার্যকর একটি কমিটি গঠন করা হউক।এদিকে অভিযোগ কারীদের দাবি তারা রবার ডেম নীতিমালাটি সরবরাহ করার জন্য উপজেলা সমবায় কর্মকর্তা বরাবরে আবেদনকরলেও তিনি গড়িমসি করে দীর্ঘ সময় ধরে সরবরাহ না করে সরকারের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। এদিকে অভিযোগ উঠা উপজেলা সমবায় কর্মকর্তা আবুল মকছুদের সাথে যোগাযোগ করা হলে বলেন, তার নিকট আবেদন করার পর তার সাথে আর সাক্ষাৎ করেননি। উপরোক্ত অভিযোগের বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নোমান হোসেন প্রিন্স বলেন,রবার ডেম পরিচালনায় অনিয়মের একটি অভিযোগ তিনি পেয়েছেন।এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে ।
প্রকাশ:
২০১৮-০৫-০৫ ০৮:৩৩:৩৬
আপডেট:২০১৮-০৫-০৫ ০৮:৩৩:৩৬
- আ.লীগ নেতাদের সঙ্গে গায়েবি মামলার আসামি এবি পার্টির নেতা
- শান্তি-শৃঙ্খলা আনতে প্রয়োজন আল্লাহর আইন ও সৎ লোকের শাসন -চকরিয়ায় মাসুদ সাঈদী
- চকরিয়া শহর পরিস্কারের মাধ্যমে গণঅভ্যুত্থানের ১০১ দিবস উদযাপন
- চকরিয়ায় অবৈধ বালু উত্তোলন ও পাচার বন্ধে বনবিভাগের অভিযান, দুইটি ট্রাক জব্দ
- চকরিয়ায় প্যারাবন নিধনের মামলায় আসামি নিরীহ মানুষ
- পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
- চকরিয়ায় সেনাবাহিনীর হাতে নারীসহ তিনজন গ্রেফতার
- মেরিন ড্রাইভ সড়কে অস্ট্রেলিয়ান নাগরিক নিহত
- চকরিয়ায় সাবেক এমপি জাফর সাঈদি সহ আওয়ামী লীগের ২৮৭ জনের বিরুদ্ধে থানায় নতুন মামলা
- চকরিয়ায় যাত্রীবাহী বাস থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, বিক্রেতা গ্রেফতার
- দুর্নীতির আখড়ায় কক্সবাজার সিটি কলেজ
- চকরিয়া সদরের বক্স রোড সম্প্রসারণ কাজে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ
- চকরিয়ার সাবেক এমপি জাফর আলম, সালাহউদ্দিনসহ আওয়ামী লীগের ৭৩৬ জন আসামী
- চকরিয়ায় ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার ভয় দেখিয়ে দুই লাখ টাকা ছিনতাই
- উত্তপ্ত রামু সরকারি কলেজ: অধ্যক্ষ মুজিবের অপসারনের দাবিতে কার্যালয় ও প্রশাসনিক ভবনে তালা
- কুতুবদিয়ায় গর্তে ১০ লক্ষ মণ পুরাতন লবন,লোকসানের শংকা চাষীরা
- বাড়ি ফিরেছে কুতুবদিয়ার অপহৃত ১৯ জেলে
- পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
- শান্তি-শৃঙ্খলা আনতে প্রয়োজন আল্লাহর আইন ও সৎ লোকের শাসন -চকরিয়ায় মাসুদ সাঈদী
- চকরিয়া আসছেন চরমোনাই পীর মুফতি রেজাউল করিম
- চকরিয়ায় মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যানের লেক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার
- চকরিয়া শহর পরিস্কারের মাধ্যমে গণঅভ্যুত্থানের ১০১ দিবস উদযাপন
পাঠকের মতামত: