ঢাকা,বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

ঈদগাঁও মেহেরঘোনায় ফ্রি ব্লাড গ্রুপিং ও চিকিৎসা সেবা

এম আবু হেনা সাগর, ঈদগাঁও ::  সদরের ঈদগাঁও মেহেরঘোনা সোস্যাল এসোসি য়েশনের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং নির্ণয় এবং চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
২৩শে অক্টোবর সকাল ৯টায় স্থানীয় আবু বক্কর ছিদ্দিক মাদ্রাসা প্রাঙ্গনে কার্যক্রমের শুভ সুচনা ঘটে।

শিক্ষার্থীসহ এলাকার চারশতাধিকেরও বেশি লোকজনকে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এটি সহযোগিতার দায়িত্বে ছিলেন বৃহত্তর ঈদগাহ ব্লাড ডোনারস সোসাইটি। দুই শতাধিক নারী-পুরুষকে চিকিৎসা সেবা সহায়তায় ছিলেন মা-মনি হাসপাতাল।

ডা: কামরুল আজাদ, আলমগীর হোসেন এবং মোমিন সৈয়দ এলাকার অসহায় নর নারীদের কে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন। চিকিৎসা পেয়ে লোকজন খুশিতে উৎফুল্ল হয়ে পড়েছেন।

এসময় উপস্থিত ছিলেন, এলাকার সমাজ সেবক আবদু শুক্কুর,জাফর আলম, মৌলভী আবদু সালাম,শিক্ষক হারুনর রশিদ, আবদুল মজিদ খাঁন, দীল মোহাম্মদ, সাংবাদিক এম আবু হেনা সাগর, সচেতন যুবক রেফাজ,কাউছার, আলম গীর,আবু বক্কর, ফরিদ,ইমু, সেচ্ছাসেবী সংগঠক আফরাহী হোসাইন,আরাফাত সানীসহ অনেকে।

পাঠকের মতামত: