ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

ঈদগাঁও বাজারে মার্কেটে নারী-পুরুষ ক্রেতাদের চাপ !

এম আবু হেনা সাগর, ঈদগাঁও ::  বৈশ্বিক চলমান করোনা ভাইরাস পরিস্থিতির কারণে গত ২৪ মার্চ থেকে ঈদগাঁও বাজারের দোকানপাঠসহ সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করা হয়। এতে করে,বেকায়দায় পড়ে শ্রমিক-কর্মচারীরা ও ব্যবসায়ীরা। জেলা সদরের বৃহৎ ঈদগাঁও বাজারের মার্কেট গুলোতে কেউ খুলছেন দোকান অর্ধেক আবার কেউ কেউ পুরোটা। পাড়া মহল্লা থেকে ঈদের কেনাকাটা করতে আসা নারী পুরুষের প্রচন্ড ভীড় যেন লক্ষ্যনীয়। মানা হচ্ছেনা রাষ্টীয় নির্দেশনা সামাজিক দূরত্ব বজায় রাখার কথাও। বাজারের শপিং মলের ব্যবসায়ীরা শপিং করতে আসা ক্রেতাদেরকে শপিং বিক্রি করতে চোখে পড়ে। কদিন ধরে এহেন অবস্থা অব্যাহত রয়েছে বাজারের মার্কেটগুলোতে। এসব মানুষের মাঝে নেই কোন করোনার ভয়। এমনকি শপিং মলে উপচেপড়া ভীড় লেগেই থাকে সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। যেখানেই করোনা ভাইরাস আতংকের কারনে কক্সবাজার, চকরিয়া আর পেকুয়ার ব্যবসায়ীরা ঈদের কেনাকাটা তথা মার্কেট বন্ধ করে দিয়েছে। আর সেখানেই দক্ষিন চট্রলার বৃহৎ বানিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারের প্রধান কাপড়ের গলিসহ মার্কেটগুলোতে চলছে রমরমা বেচাকেনা। নারী ও পুরুষ ক্রেতাদের কমতি নেই। পাড়া মহল্লা থেকে মার্কেট মুখী হচ্ছেন লোকজন। এখনই সময় করোনা প্রতিরোধ/ঠেকাতে বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের কঠোর সিদ্বান্ত গ্রহন করা। বর্তমানে তারা নিরব দর্শকের ভুমিকা পালন করে যাচ্ছেন। মার্কেট বন্ধ বা জনসমাগম ঠেকাতে তাদের কর্মতৎপরতা চোখে পড়ছেনা। ইতিমধ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কেট বন্ধের বিষয়ে নানাজন মন্তব্যও করে যাচ্ছে। বর্তমানে চলমান করোনার বিষয়ে ক্রেতা বা বিক্রেতা উভয়রা অজ্ঞতা আর অসচেতনতার পরিচয় দিচ্ছেন। চলতি সময়ে দোকানপাঠ বন্ধের দাবী জানান সচেতন মহল।

পাঠকের মতামত: