ঢাকা,বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

ঈদগাঁও পোকখালীতে নদীতে জাল বসানোকে কেন্দ্র করে এক ব্যক্তি খুন

ঈদগাঁও প্রতিনিধি :: ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নে নদীতে জাল বসানোকে কেন্দ্র করে আবদুর রহিম (৪২) নামে এক ব্যক্তি খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে।

আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুর ২ টার দিকে মহুরীঘোনার দক্ষিণ পার্শ্বে ঈদগাঁও নদীতে এঘটনা ঘটে।
আবদুর রহিম ওই ইউনিয়নের উত্তর গোমাতলী রাজঘাট ৭নং ওয়ার্ডের মৃত আবু আহমদের পুত্র।

নিহতের বড় ভাই মোস্তফা কামালের অভিযোগ, দুপুর দেড়টার দিকে আবদুর রহিম নৌকা নিয়ে ঈদগাঁও নদীতে মাছ ধরতে গেলে জাল বসানোকে কেন্দ্র করে অপর জেলে মোঃ আমান উল্লাহর সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আমান উল্লাহ তাঁর হাতে থাকা লাঠি নিয়ে আবদুর রহিমের মাথায় উপর্যুপরি আঘাত করলে আবদুর রহিম নৌকার উপর লুটিয়ে পড়ে।

গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী আবদুর রহিমকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনার সাথে জড়িত মোঃ আমান উল্লাহ ইসলামাবাদ ইউনিয়নের বোয়ালখালী গ্রামের ইসমাঈলের পুত্র।

পোকখালীর ইউপি চেয়ারম্যান রফিক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনিও ঘটনাস্থলে রয়েছেন। ঈদগাঁও থানার ওসি আবদুল হালিম বলেন, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

পাঠকের মতামত: