ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

ঈদগাঁও পুলিশের অভিযানে কার্ভারভ্যান থেকে ১লক্ষ ইয়াবাসহ পাচারকারী আটক

এম আবু হেনা সাগর, ঈদগাঁও ::

কক্সবাজার সদরের ঈদগাঁও পুলিশের অভিযানে কার্ভারভ্যান থেকে ১লক্ষ পিছ ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করলো। ৭ ডিসেম্বর রাত আনুমানিক দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তদন্ত কেন্দ্রের এসআই ও কমিউনিটি পুলিশের দায়িত্বশীল শাহাজ উদ্দিনের নেতৃত্বে পুলিশদল অভিযান চালিয়ে ইসলামাবাদের খোদাইবাড়ীস্থ এক ফিলিং ষ্টেশনের সামনে থেকে কার্ভারভ্যান আটক পূর্বক টুলবক্সে তল্লাসী করা হলে ভেতর থেকে ১লক্ষ পিছ ইয়াবা উদ্বার করা হয়।

এসময় পাচারকারী নোয়াখালী কোম্পানীগঞ্জের দক্ষিন রামপুরের মানিক প্রকাশ ইউছুপের পূত্র কোরবান আলী সুমনকে আটক করা হলেও আরো একজন পালিয়ে গেছে বলে পুলিশ সূত্রে প্রকাশ।

এদিকে ধৃত সুমনের সাথে কথা হলে জানা যায়, তিনি কার্ভারভ্যানের হেলপার। ড্রাইভার পালিয়ে গেছে।

এ ব্যাপারে অভিযান পরিচালনাকারী কর্মকতা শাহাজ উদ্দিনের সাথে কথা হলে কক্সবাজার প্রতিদিনের এ প্রতিবেদককে উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করার পাশাপাশি পাচারকারীর বিরুদ্বে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানায়।

উল্লেখ্য যে,বিগত দিনগুলোতে তদন্ত কেন্দ্রের পুলিশ কতৃক অল্প সংখ্যক ইয়াবা উদ্বার করা হলেও এটি হচ্ছে বিপুল সংখ্যক ইয়াবা উদ্বার অভিযান। অনেকে অভিযান পরিচালনাকারী কর্মকতাকে অভিবাদন জানান।

পাঠকের মতামত: