ঢাকা,বুধবার, ৬ নভেম্বর ২০২৪

স্বপ্নের উপজেলা কতদূর!

ঈদগাঁও থানা বুুুুধবার স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে উদ্বোধন হচ্ছে

আনোয়ার হোছাইন,  ঈদগাঁও ::  কক্সবাজার জেলার সদর উপজেলায় ঈদগাঁও নামের সরকার ঘোষিত নতুন থানা অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে কাল (২০ জানুয়ারি)বুধবার। এ সংবাদে নবগঠিত উক্ত থানার অধীন ৫ ইউনিয়নের লাখো জনগণের মধ্যে খুশির আমেজ পরিলক্ষিত হচ্ছে।
প্রাপ্ত তথ্য মতে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রণালয় ভৌগোলিক অবস্থান, দূরত্ব এবং জনসংখ্যার দিক লক্ষ্য রেখে প্রশাসনিক সেবা ও নিরাপত্তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য কক্সবাজার মডেল থানাধীন ইউনিয়ন ঈদগাঁও, ইসলামাবাদ, ইসলামপুর,জালালাবাদ ও পোকখালী ইউনিয়ন নিয়ে ঈদগাঁও নামের নতুন থানা বাস্তবায়নের উদ্যোগ নেয়।নানা চড়াই উতরাই পেরিয়ে দেরিতে হলেও তা বাস্তবায়ন হতে চলছে।ঈদগাঁও থানার অধীন ইসলামাবাদ ইউনিয়নের তেতুলতলী নামক স্থানে ইতিপূর্বে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের জন্য নির্মিত বহুতল ভবনেই নতুন ঈদগাঁও থানার শুভ উদ্বোধন হতে যাচ্ছে বুধবার।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন থানার প্রশাসন কার্যক্রম শুভ উদ্বোধন ঘোষণা করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।ইতিমধ্যে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা কক্সবাজারে অবস্থান নিতে শুরু করেছে। প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে ঈদগাঁও পুলিশের আইসি(পরিদর্শক) আবদুল হালিম জানান,উদ্বোধন অনুষ্ঠানের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে নতুন থানার উদ্বোধন হওয়ার সময় নির্ধারণ রয়েছে। এদিকে উদ্বোধন অনুষ্ঠান উপভোগ করতে নতুন থানাধীন জনগণের মাঝে বেশ আনন্দঘন আমেজ বিরাজ করছে। উল্লেখ্য, এ থানার আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেলে কক্সবাজার জেলায় থানার সংখ্যা নয়টাতে উন্নীত হবে।সচেতন জনগণ ও রাজনৈতিক নেতাদের দৃষ্টি নতুন এ থানার অভিভাবক হিসেবে ওসি(অফিসার ইনচার্জ) এবং তদন্ত ওসি হিসেবে কে দায়ীত্ব প্রাপ্ত হচ্ছেন সেদিকে।দেরিতে হলেও কাংখিত ঈদগাঁও থানা বাস্তবায়ন হতে যাওয়ায় ঈদগাঁওবাসী স্বপ্নের ঈদগাঁও উপজেলা বাস্তবায়নে ঈদগাঁও’র জনগণ আরো একধাপ এগিয়ে গেল আশা প্রকাশ করছে।তাদের অভিমত কক্সবাজার সদর আসনের ক্ষমতাসীন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংসদ সদস্য ও প্রশাসনের উচ্চপর্যায়ে কর্মরত ঈদগাঁও’র কৃতি সন্তানরা আন্তরিক হলে অচিরেই থানার মত স্বপ্নের ঈদগাঁও উপজেলাও আলোর মুখ দেখবে।

পাঠকের মতামত: