প্রেস বিজ্ঞপ্তি ::
বৃহত্তর ঈদগাঁওতে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে স্বাধীনতার ৪৭তম বর্ষ তথা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস গভীর শ্রদ্ধায় পালিত হয়েছে। দিবস উপলক্ষে স্থানীয় সাংবাদিকরা এক কাতারে আসায় এ উদ্যোগকে অনেকে সাধুবাদ জানিয়েছেন। বাজারের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ উপলক্ষে আয়োজিত অন্ষ্ঠুানে সাংবাদিকদের মধ্যে অংশ নেন মোঃ রেজাউল করিম (আজাদী, বেতার, ইনানী, আমার সময়), মিজানুর রহমান আজাদ (সৈকত, প্রিয় চট্টগ্রাম), নাছির উদ্দীন আল নোমান (আজকের কক্সবাজার), আনোয়ার হোছাইন (দৈনিক সাঙ্গু, সাগরদেশ), জাহাঙ্গীর বাঙ্গালী (আমাদের কক্সবাজার), শফিউল আলম আজাদ (দৈনিক দৈনন্দিন), মিছবাহ উদ্দীন (দৈনিক কক্সবাজার’৭১, বাংলাদেশ দৈনিক), হাফেজ তৈয়ব জালাল (কক্সবাজারবাণী), এম. ছরওয়ার শিফা(দৈনিক রূপসীগ্রাম), নাছির উদ্দীন পিন্টু (দৈনিক আলোখিত উখিয়া), আলা উদ্দীন (কক্সবাজার’৭১), হাফেজ বজলুর রহমান (অনলাইন দৈনিক)। এসময় কর্মসূচীতে একাত্মতা প্রকাশ করে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাহাব উদ্দীন চৌধুরী, ফ্রেন্ডস এ-ওয়ান এসোসিয়েশন সভাপতি জসিম উদ্দীন, ব্যবসায়ী এহছানুল হক, ছাত্রনেতা নুরুল কবির, রফিকুল ইসলাম সোহেল, আমান উল্লাহ আমান, আবদুল আজিজ প্রমুখ। সাংবাদিক নেতৃবৃন্দ ৭১ এর মহান মুক্তিযুদ্ধে আহত ও নিহত শহীদ মুক্তিযোদ্ধাদের মহান আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের রক্তের বিনিময়েই আজ বাংলাদেশ বিশে^র মানচিত্রে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে এগিয়ে যাচ্ছে।
পাঠকের মতামত: