এম আবু হেনা সাগর, ঈদগাঁও:
তপশীল ঘোষণার পূর্বে থেকেই কক্সবাজার সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁওর ছয় ইউনিয়নে বিএনপি একক প্রার্থী দিয়ে বেশ সুবিধাজনক অবস্থায় রয়েছে আর আওয়ামীলীগে একাধিক প্রার্থী নির্বাচনী মাঠে। এমনকি সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় ব্যস্তমুখর হয়ে পড়েছে। এ নিয়ে নির্বাচনী আমেজে মুখরিত হয়ে উঠেছে প্রত্যন্ত গ্রাম। পর্যটন শহর কক্সবাজারের প্রবেশদ্বার খ্যাত জেলা সদরের বহুল আলোচিত এলাকা বৃহত্তর ঈদগাঁওতে আসন্ন ইউপি নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। এ নিয়ে সম্ভাব্য অনেক প্রার্থী বৃহত্তর এলাকাকে নিজেদের অনুকূলে আনার লক্ষ্যে এখন থেকে মাঠ গোছাতে ব্যস্ত হয়ে পড়েছে। জানা যায়, চলতি বছরেই ইউনিয়ন পরিষদ নির্বাচনের খবরে কিন্তু কক্সবাজার সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁও তথা ছয় ইউনিয়ন- ইসলামপুর, ইসলামাবাদ, জালালাবাদ, পোকখালী, চৌফলদন্ডী ও বহুল আলোচিত ঈদগাঁও ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা সম্প্রতি তাদের এলাকায় এখন থেকে নড়ে চড়ে বসতে দেখা যাচ্ছে। বৃহত্তর এলাকার নানা স্থান ঘুরে গ্রামগঞ্জের সাধারণ লোকজনের সাথে কথা হলে এ চিত্র ফুটে উঠে। এমনকি বৃহত্তর এলাকার নানা স্থানে দোকান পাটে চায়ের কাপেও নির্বাচন নিয়ে ঝড় উঠছে। এভাবে চলছে এলাকায় ইউপি নির্বাচনী উত্থাপ। তবে শেষ কথা হচ্ছে কারা পাচ্ছেন দলীয় টিকেট, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে গ্রামগঞ্জের ভোটারদের মাঝে। এছাড়াও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা নানা কৌশলে কিংবা অনুষ্ঠানসহ সভা-সমাবেশে গিয়ে তাদের পরিচিতি তুলে ধরতে দেখা যায়। অন্যদিকে প্রার্থীদের শুভাকাঙ্খী, আত্মীয়-স্বজন ও দলীয় কর্মীরা এলাকায় এলাকায় গিয়ে নির্বাচনী মাঠ নিজেদের অনুকূলে আনার চেষ্টা অব্যাহত রেখেছে। সাথে তো আছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক। এ লক্ষ্যে অনেক প্রার্থী প্রকাশ্যে কিংবা গোপনে কাজ চালিয়ে যাচ্ছে। আবার অনেক প্রার্থী নিরব থাকলেও সময়ে মুখ খুলতে পারেন এমন আভাস ও পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে বৃহত্তর এলাকার বিভিন্ন ইউনিয়নে তরুণ প্রজন্মের চেয়ারম্যান প্রার্থীদের পক্ষে দলীয় মনোনয়ন চেয়ে ডিজিটাল ব্যানার ও দলীয় প্রধানদের ছবি ও প্রতীকযুক্ত পোস্টার গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় শোভা পাচ্ছে। যেন এক নির্বাচনী পরিবেশ সৃষ্টি হয়েছে। তবে শেষ পর্যন্ত নবীন-প্রবীণ প্রার্থীদের মাঝে কারাই পাচ্ছে দলীয় মনোনয়ন সেটি এখন দেখার পালা। এছাড়াও পাঁচ ইউনিয়নে বিএনপির একক প্রার্থীর মধ্যে ঈদগাঁওতে সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম, আ’লীগে জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, কক্সবাজার সদর উপজেলা যুবলীগের বর্তমান সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো, ঈদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মাষ্টার নুরুল আজিম, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সোহেল জাহান চৌধুরী, সদর আওয়ামীলীগ সহ-সভাপতি হুমায়ুন তাহের চৌধুরী হিমু, ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি ছৈয়দ আলম। জালালাবাদে বিএনপির আলমগীর তাজ জনি, আ’লীগের ইউনিয়ন সভাপতি সেলিম মোর্শেদ ফরাজী, সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ফরিদুল আলম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ, উপজেলা কৃষকলীগ সভাপতি ছব্বির আহমদ এমএ.সহ আরো অনেকে। ইসলামাবাদ বিএনপির মোজাম্মেল হক এমইউপি, আ’লীগের ইউনিয়ন সভাপতি নুর ছিদ্দিক, সদর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান আজাদ, ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নুরুল হক। পোকখালীতে বিএনপির ইউনিয়ন সাধারণ সম্পাদক সেলিম উদ্দীন, আ’লীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সদর আওয়ামীলীগ নেতা মহিদুল্লাহ মহিদসহ আরো দুয়েকজন। ইসলামপুরে বিএনপি নেতা আবুল কালাম এমইউপি, আ’লীগে ইউনিয়ন সভাপতি ও সাবেক চেয়ারম্যান মনজুর আলম, সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরীসহ আরো ২/৩ জনের নাম লোকমুখে শোভা যাচ্ছে। চৌফলদন্ডীতে আ’লীগের ইউনিয়ন প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত মাষ্টার ফরিদুল আলমের পুত্র উত্তর থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান সহ আরো দু’জন। এ বিষয়ে ঈদগাঁও সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি শহিদুর রহমান শহিদ আজকের কক্সবাজারের এ প্রতিনিধিকে স্ব স্ব ইউনিয়নে বিএনপির একক প্রার্থী চূড়ান্ত করা হয়েছে বলে জানান। অপরদিকে আ’লীগে দলীয় মনোনয়ন যুদ্ধে আর নানামুখী প্রচার-প্রচারণায় প্রবীণদের ন্যায় তরুণাই এগিয়ে রয়েছে। এ ব্যাপারে তৃণমূল পর্যায়ের ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের মতে, দলীয় প্রার্থী বাছাইকালে তৃণমূলকে প্রাধান্য দেওয়ার আহবান জানান তারা। অপরদিকে সাধারণ লোকজনের মতে, সৎ, যোগ্য, উন্নয়নমুখী, ভালো চরিত্রের অধিকারীসহ সর্বোপরী বিবেচনা করে যোগ্য প্রার্থীকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবী জানান তারাও।
প্রকাশ:
২০১৬-০৩-২৪ ১৪:৫০:১১
আপডেট:২০১৬-০৩-২৪ ১৪:৫০:১১
- চকরিয়ায় প্যারাবন নিধনের মামলায় আসামি নিরীহ মানুষ
- পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
- চকরিয়ায় সেনাবাহিনীর হাতে নারীসহ তিনজন গ্রেফতার
- মেরিন ড্রাইভ সড়কে অস্ট্রেলিয়ান নাগরিক নিহত
- চকরিয়ায় সাবেক এমপি জাফর সাঈদি সহ আওয়ামী লীগের ২৮৭ জনের বিরুদ্ধে থানায় নতুন মামলা
- চকরিয়ায় যাত্রীবাহী বাস থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, বিক্রেতা গ্রেফতার
- দুর্নীতির আখড়ায় কক্সবাজার সিটি কলেজ
- চকরিয়ায় ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার ভয় দেখিয়ে দুই লাখ টাকা ছিনতাই
- বদরখালী সমিতির ১১টি মৎস্য প্রকল্পের নিলাম নিয়ে বিরোধ
- রামুতে আপন ভাতিজিকে অপহরণ করে মুক্তিপণ দাবি
- রামুতে ল্যাপটপ পেলেন ৮০ নারী ফ্রিল্যান্সার
- চকরিয়া সদরের বক্স রোড সম্প্রসারণ কাজে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ
- বহিরাগতদের নিয়ে কলেজে গেলেন পদত্যাগ করা বিতর্কিত অধ্যক্ষ মুজিবুল আলম
- চকরয়ার ঠিকাদার মিজান গ্রেফতার, কোটি টাকার ঋণের জেল-জরিমানার দায়ে
- কক্সবাজার আবাসিক হোটেলে ৭০ ইউপি সদস্যের ‘গোপন বৈঠক’, আটক ১৯
- চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২টি ডাম্পার ও স্কেভেটর জব্দ
- চকরিয়ার রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় : কোটি টাকা লোপাটের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- চকরিয়ার সাবেক এমপি জাফর আলম, সালাহউদ্দিনসহ আওয়ামী লীগের ৭৩৬ জন আসামী
- চকরিয়ায় ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার ভয় দেখিয়ে দুই লাখ টাকা ছিনতাই
- উত্তপ্ত রামু সরকারি কলেজ: অধ্যক্ষ মুজিবের অপসারনের দাবিতে কার্যালয় ও প্রশাসনিক ভবনে তালা
- কুতুবদিয়ায় গর্তে ১০ লক্ষ মণ পুরাতন লবন,লোকসানের শংকা চাষীরা
- ঈদগাঁও’র নবাগত ইউএনও বিমল চাকমা
পাঠকের মতামত: