ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

ঈদগাঁওতে ২৫ প্রার্থী নৌকা প্রতীকের আশায় মরিয়া

Chakariaএম আবু হেনা সাগর, ঈদগাঁও:
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও’র ছয় ইউনিয়নে দলীয় প্রতীক পাওয়ার আশায় আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামীলীগের ২৫ প্রার্থী নির্বাচনী মাঠে তুমুল প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। যেন তাদের দম ফেলার সুযোগ নেই। দলীয় মনোনয়ন নিতে মরিয়া হয়ে উঠেছে এসব হেভিওয়েট প্রার্থীরা। তন্মধ্যে অনেকে প্রকাশ্যে পোস্টার, ডিজিটাল ব্যানার ও লিপলেট ছড়িয়ে দিয়েছে গ্রামগঞ্জে। আবার অনেকে নিরব থাকলেও সময়ে মুখ খুলতে পারেন এমন আভাস ও পাওয়া যাচ্ছে। নির্বাচনের বহু দিনক্ষণ বাকী থাকলেও এসময়কে কাজে লাগিয়ে স্ব স্ব ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীরা আগেভাগে এলাকাকে নিজেদের অনুকূলে আনার লক্ষ্যে বেশ প্রচারণায় হাত দিয়েছে। এমনকি ছয় ইউনিয়নের সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীরা স্ব স্ব ইউনিয়নের আওতাধীন বিভিন্ন ওয়ার্ডে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষদের মাঝেও অবস্থান নিতে দেখা যাচ্ছে। এদিকে বিএনপির বৃহত্তর ঈদগাঁওর পাঁচ ইউনিয়নে একক প্রার্থী দিয়ে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। সে হিসেবে আওয়ামীলীগে একাধিক প্রার্থী নিয়ে তেমন একটা সুবিধায় নেই। এছাড়াও বিএনপির একক প্রার্থীর পক্ষে তাদের দলীয় নেতারা এখন থেকে গ্রামগঞ্জে নির্বাচনী গণসংযোগসহ মানুষের পাশে গিয়ে অবস্থান নিয়েছে। অন্যদিকে আওয়ামীলীগ যে যার যার অবস্থান থেকে মোটামুটিভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। দেখা যায়, বিএনপিতে বৃহত্তর এলাকায় একক প্রার্থীর মধ্যে ফরিদুল আলম (ঈদগাঁও), আলমগীর তাজ জনি (জালালাবাদ), আবুল কালাম এমইউপি(ইসলামপুর), মোজাম্মেল হক এমইউপি(ইসলামাবাদ), সেলিম উদ্দীন (পোকখালী)। আওয়ামীলীগে ঈদগাঁওতে সদর যুবলীগের সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মাষ্টার নুরুল আজিম, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সোহেল জাহান চৌধুরী, সদর আওয়ামীলীগ নেতা হুমায়ুন তাহের হিমু, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ছৈয়দ আলম, জালালাবাদে সদর আওয়ামীলীগ নেতা ও সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সেলিম মোর্শেদ ফরাজী, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ ও উপজেলা কৃষকলীগ সভাপতি ছব্বির আহমদ এমএ, ইসলামাবাদে ইউনিয়ন সভাপতি নুর ছিদ্দিক, সদর আওয়ামীলীগ নেতা লুৎফর রহমান আজাদ, ইসলামপুরে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান মনজুর আলম, সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী, পোকখালীতে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সদর আওয়ামীলীগ নেতা মহিদুল্লাহ, চৌফলদন্ডীতে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এহেছানুল হক, সদর আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান ও বাবুল বহদ্দারসহ বিভিন্ন ইউনিয়নে আরো অনেকে গোপনে নির্বাচনী মাঠে অবস্থান করছে। তবে তৃণমূল পর্যায়ের দলীয় নেতাকর্মীদের মতে, দলের দুর্দিনে, দুঃসময়ে নেতাকর্মীদের পাশে অবস্থান নেওয়া, সৎ, যোগ্য ও উন্নয়নমুখী নেতাদের মুল্যায়ন করলে হয়ত দল অনেকটা এগিয়ে যাবে। সে হিসাবে বিবেচনা করে দলীয় প্রার্থী নির্ধারণ করার জোর দাবী জানান তৃণমূল নেতারা।

পাঠকের মতামত: