ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

ঈদগাঁওতে সড়ক দূর্ঘটনায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যু : আতংকে পথচারীরা 

এম আবুহেনা সাগর, ঈদগাঁও ::     কক্সবাজার – চট্রগ্রাম মহাসড়কের ইসলামপুর ও ইসলামাবাদে দুদিনের ব্যবধানে পূথক সড়ক দূর্ঘটনায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই নিয়ে মহাসড়কে চলাফেরারত সাধারন পথচারী ও ছোট ছোট যানবাহনের যাত্রীরা প্রায়শ আতংকে থাকেন। এদিকে ৭ সেম্পেম্বর দুপুর বারটার দিকে ইসলামপুর নতুন অফিস নামক এলাকায় মহাসড়ক পারাপারকালে জালালাবাদ ছাতি পাড়া এলাকার ডেকোরেশন ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের শিশু কন্যা বাবুনি (৭)
সৌদিয়া পরিবহনের ধাক্কায় মৃত্যুবরন করে। পরদিন ৮ সেম্পেম্বর দুপুর দুইটার দিকে ইসলামাবাদ খোদাইবাড়ী নামক এলাকায় রাস্তা পারাপারকালে ঘাতক ট্রা‌কের ধাক্কায় পশ্চিম খোদাইবাড়ীর বাদশা মিয়ার শিশু পূত্র মোবারক (৬) মারা যায়। সে স্থানীয় নুরানী মাদ্রাসার শিক্ষার্থী বলে জানা গেছে। সাম্প্রতিক সময়ে মহা সড়কে দুরপাল্লাসহ স্থানীয় ছোট বড় যানবাহন চলাচল করছে বেপরোয়া গতিতে। জেলা সদরের গুরুত্ববহ এলাকা ঈদগাঁও বাসষ্টেশনে নেই কোন প্রকার নিদিষ্ট ট্রাফিক ব্যবস্থা। তদন্ত কেন্দ্রের কিছু সংখ্যক পুলিশ যানজট নিরসন করতে গিয়ে নানা ভাবে হিমশিম খাচ্ছে। পাশা পাশি হাইওয়ে পুলিশ কতৃক তিনচাকার যান বাহন মহাসড়কে না চালানোর জন্য মাইকিং করার পরেও কোন প্রকার কর্ণপাত না করে বেপরোয়া গতিতে এসব গাড়ী চালিয়ে যাচ্ছে অদক্ষ ছোট ছোট চালকরা। যার কারনে প্রায়শ ছোট বড় দূর্ঘটনা ঘটে চলছে। এদিকে দুরপাল্লার কিছু বাসের অদক্ষ চালকের কারনে দূর্ঘটনা  ঘটে থাকে। বেপরোয়া যান চলাচল বন্ধের দাবী সাধারন লোকজনের।

পাঠকের মতামত: