ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

ঈদগাঁওতে সাঁড়াশি অভিযানে আটক ৪

atokমোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার ::

চলমান সাঁড়াশি অভিযানে ঈদগাঁও থেকে ৬ পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করা হয়েছে। পৃথক অভিযানে ১২ জুন বঙ্কিম বাজার এলাকা থেকে এদের আটক করা হয়। জানা যায়, ঈদগাঁও তদন্ত কেন্দ্র পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় ঈদগাঁও আলমাছিয়া রোডের বঙ্কিম বাজার এলাকার জনৈক শফির বিল্ডিং থেকে রাসেল নামের এক যুবককে আটক করে। সে জালালাবাদ সওদাগর পাড়ার বাসিন্দা। এএসআই আমিরুল ও এএসআই ফিরোজ বাড়ির দেয়াল টপকে তাকে আটক করেন। এছাড়া অন্য অভিযানে হেরোইন সেবী যুবক ও মোস্তাক নামের এক ব্যক্তিসহ ৩ জনকে আটক করে। মোস্তাক ঈদগাঁও লাইল্যর পাড়ার বাসিন্দা। পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে কেউ ইয়াবা বিক্রি আবার কেউ ইয়াবাসহ নানা মাদক সেবন কাজে জড়িত। এদিকে আটককৃত রাসেলকে ছাড়িয়ে আনতে রাতে এ রিপোর্ট লিখা পর্যন্ত তদন্ত কেন্দ্রে তদবির চালাচ্ছিল বিভিন্নজন।

পাঠকের মতামত: