ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

ঈদগাঁওতে সর্বত্রই পাকা ধান : কৃষকের মুখে হাসির ঝিলিক

এম আবু হেনা সাগর, ঈদগাঁও :: কক্সবাজার সদরের বৃহত্তর ঈদগাঁওতে কৃষক-কৃষাণীর মুখে হাসি ফিরিয়েছে আমন ধান। কৃষকরা আমন চাষে মনোযোগী হওয়ায় ও প্রকৃতির আনুকূল্য পাওয়ায় এবার আমনের ফলণ ভালো হয়েছে। কদিন ধরে সোনালি আমন ঘরে তোলার কাজে ব্যস্ত হয়ে পড়েন কৃষাণ-কৃষাণীরা। আনন্দ আর উৎসাহ নিয়ে আমন ধান কাটার উৎসব চলছে।

বৃহত্তর ঈদগাঁওর সর্বত্র এখন আমন ফসলের মাঠে এখন পাকা ধান। মুখ ফুলিয়ে হাসছে কৃষকরা। অগ্রহায়ণের উজ্জ্বল রোদে সেই হাসি আরো ঝলমল করছে। এতদঞ্চলের আকাশে-বাতাসে এখন নতুন ধানের গন্ধ, গ্রামে-গ্রামে নবান্নের সাজ সাজ রব। মাঠে মাঠে কৃষকেরা কাস্তে নিয়ে ধান কাটার উৎসবে নেমে পড়েছেন। শীতের সকাল থেকে শুরু করে পড়ন্ত বিকেল পর্যন্ত মাঠে-মাঠে ফসল কর্তনের চিরাচরিত দৃশ্য এখন সর্বত্র।

আধুনিক যন্ত্রের সাহায্যে ধান মাড়াই, বাছাই আর শুকানোর কাজে এখন ব্যস্ততার ধুম পড়েছে কৃষক পরিবার। অধিক জমিতে সোনা রাঙা আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে কিছুটা হলেও হাসি ফুটেছে।

১৮ নভেম্বর সকালে ঈদগাঁওর ভোমরিয়াঘোনা, পালপাড়া, মাইজ পাড়া,মেহেরঘোনা এলাকায় বিভিন্ন ফসলের মাঠ ঘুরে ভালো ফলন আর কৃষকের মুখে হাসির ঝিলিকের চিত্র চোখে পড়ে। আমন ধানের পাক ধরা বিস্তৃত সোনালি রঙের ঢেউ। অনেকে উৎসবের আনন্দে ধান কাটতে শুরু করেছে।

ধান কাটতে আসা এরশাদসহ কজন কৃষকদের সাথে কথা হলে তারা এবার আমনের ফলন মোটামুটি ভাল হয়েছে বলে জানান।

পাঠকের মতামত: