সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার ১১ এপ্রিল ::
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে শিশু হত্যার ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এতে করে ঘন্টাব্যাপী দুর পাল্লার যানবাহন চলাচল বন্ধ ছিল। ঈদগাঁও ইউনিয়নের কলেজ গেইট এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১০ এপ্রিল সকাল ১১ টায় ছৈয়দ আলমের শিশু কন্যা রাজিয়া (৭) কে মাথা নিচু করে একই এলাকার আরিফ নামের যুবক মাটিতে ছুড়ে মারে। এতে করে ঐ শিশুটি তাৎক্ষনিক অজ্ঞান হয়ে পড়ে। খবর পেয়ে তারই আত্মীয়-স্বজনরা পার্শ্ববর্তী চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় তাকে চমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় সোমবার সকাল ১০ টায় এলাকার বিক্ষুদ্ধ লোকজন হত্যাকারীকে গ্রেফতারের দাবীতে ঈদগাঁও ফরিদ আহমদ ডিগ্রী কলেজ গেইটের সামনে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এতে শত শত যানবাহন প্রায় ঘন্টা ব্যাপী আটকা পড়ে।
খবর পেয়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুঁইয়া যানবাহন চলাচল স্বাভাবিক করে পরিস্থিতি সামাল দেয়।
পাঠকের মতামত: