ঢাকা,বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

ঈদগাঁওতে রেল লাইনের জমি অধিগ্রহণের পরিমাপ কাজে অনিয়মের অভিযোগ

মোঃ রেজাউল করিম , ঈদগাঁও :   কক্সবাজার সদরের ঈদগাঁওতে রেল লাইন নির্মাণের জমি অধিগ্রহণের পরিমাপ কাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে ভূক্তভোগীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে । প্রাপ্ত তথ্যে জানা গেছে, বর্তমান সরকার দোহাজারী থেকে কক্সবাজার হয়ে ঘুমধুম পর্যন্ত রেল লাইন নির্মাণের মহা পরিকল্পনা বাস্তবায়ন করছে ।এ লক্ষ্যে জমি অধিগ্রহণ করা হচ্ছে । কোন কোন জায়গায় ক্ষতিগ্রস্ত জমি মালিকদের ক্ষতি পূরণের টাকা ও বিতরণ করা হয়েছে । বৃহত্তর ঈদগাঁও মৌজায় এখন জমি অধিগ্রহণের জন্য পরিমাপ কাজ চলছে । এতে সর্বমোট ৪১১টি রোয়েদাদ রয়েছে । যা কক্সবাজার সদরের ৫ জন সার্ভেয়ার কে দায়িত্ব দেয়া হয়েছে ।এর মধ্যে ১০১ হতে ১২৪ নং রোয়েদাদের দায়িত্ব পেয়েছেন সার্ভেয়ার আবু সাঈদ । নিয়ম মতে একজন সার্ভেয়ার তার আওতাধীন রোয়েদাদ সমূহের মালিকদের জানিয়ে সরেজমিন মাঠে গিয়ে মালিকদের উপস্থিতিতে জমির পরিমাপ করবেন । কোন কোন জমির মালিকদের অভিযোগ যে, তিনি স্থানীয় দালালদের কথা মতে তার আওতায় বাহিরে রোয়েদাদভূকত জমিতে এসে অন‍্যদের অজান্তে পরিমাপের কাজ করেছেন । আর পরিমাপের ক্ষেত্রে রোয়েদাদের ক্রমিক নম্বর ও ঠিক রাখেন নি । গত শুক্রবার উক্ত সার্ভেয়ার এসে ৩০৩ নং রোয়েদাদ ধরে শুরু করে খন্ড খন্ড করে পরিমাপ করেছেন ।যা সংশ্লিষ্ট জমি মালিকদের অনেকই জানেন না এবং উপস্থিত ও ছিলেন না ।এ ঘটনায় রোয়েদাদ মালিকদের মধ্যে বেশ ক্ষোভের সৃষ্টি হয়েছে এতে তারা তাদের অধিগ্রহণকৃত জমির প্রকৃত পাওনা থেকে বঞ্চিত হবেন বলে আশঙ্কা করছেন । অন্যদিকে উক্ত সার্ভেয়ারের পরিমাপকৃত জমির প্রতিবেদন সংশ্লিষ্ট জেলা প্রশাসনের জমি অধিগ্রহণ শাখায় জমা করা হলে প্রকৃত মালিকরা বঞ্চিত হবার আশঙ্কা থেকে যাচ্ছে । বিষয়টি জেলা প্রশাসনের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের খতিয়ে দেখার দাবি জানিয়েছেন হতাশাগ্রস্ত জমি মালিকরা। এ ব্যাপারে অভিযুক্ত সার্ভেয়ার কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখায় কর্মরত আবু সায়ীদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান ,মন্ত্রিপরিষদ সচিবের নির্দেশনা মতে এবং জেলা প্রশাসনের প্রদত্ত দায়িত্ব মতে তিনি জমি পরিমাপ করতে আসেন ।এ সার্ভেয়ার আরও জানান, রেললাইন নির্মাণ প্রকল্পের অধিগ্রহণকৃত জমির প্রকৃত মালিকরা যাতে তাদের ন্যায্য পাওনা টুকু বুঝে পান সে লক্ষ্যে সরকারের একজন উন্নয়ন সহযোগী হিসেবে তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা মতে কাজ করে যাচ্ছেন ।

পাঠকের মতামত: