ঢাকা,রোববার, ১৭ নভেম্বর ২০২৪

ঈদগাঁওতে রসালু-সুস্বাদু ফল লিচুর দাম চড়া

এম আবুহেনা সাগর, ঈদগাঁও ::

ককসবাজার সদর উপজেলার ঈদগাঁও বাজারে সবর্ত্রই স্থানে সুস্বাদু লিচুর সয়লাব হয়ে উঠেছে। তবে চড়া দাম নিয়ে বিপাকে পড়েছে ক্রেতা সাধারন। বাজারের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা যায়, জেলা সদরের ব্যস্তবহুল বানিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারের যত্রতত্র স্থান জুড়েই দেশীয় গাছের সুস্বাদু হরেক রকমের লিচুতে ভরপুর হয়ে উঠেছে। বাজারের প্রধান ডিসি সড়কের শাপলা চত্তর,হাইস্কুল গেইট, পুরাতন পুলিশ বিট, বাসষ্টেশন মসজিদ সংলগ্নসহ নানা পয়েন্টে গ্রামাঞ্চল থেকে আনা লিচু বিক্রি করছে হরদম।   প্রতিবারের ন্যায় এবারও বৃহত্তর এলাকার বিভিন্ন গ্রামের গাছে গাছে লিচুর ভাল ফলন হওয়ায় অনেকে আগ্রহভরে নতুন সুস্বাদু ফল বিক্রি করতে বাজারে আনে। লিচু বিক্রি করতে আসা পানিরছড়ার রশিদ মিয়া জানান, আমার নিজ হাতের ফলানো ফসল, নিজে বিক্রি করতে পেরে আনন্দবোধ করছি। নাপিতখালীর আরেক যুবক জানান, কয়েক বছর ধরে আমার বাড়ীর দুয়েকটি গাছের লিচু বিক্রি করে আসছি। আবার বৃহত্তর ঈদগাঁওর এলাকার পাশাপাশি পাহাড়ি ইউনিয়ন ঈদগড়ের প্রত্যান্ত গ্রামীন এলাকা থেকেও লিচু এনে বিক্রি করছে অনেকে। বতর্মানে ঈদগাঁও বাজারে একশতটি লিচু দেড়শত থেকে দুইশত টাকা হারে বিকিকিনি করছে বিক্রেতা। নতুন ফল হিসেবে লিচু গরম কালীন সময়ে ক্রেতাদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে।

পাঠকের মতামত: