ঢাকা,সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

ঈদগাঁওতে বিজয় দিবসে বঙ্গবন্ধু ষ্টেডিয়ামে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদশর্নী

এম আবুহেনা সাগর,নিজস্ব প্রতিনিধি, ঈদগাঁও ::

জেলা পরিষদের আয়োজনে প্রতিবছরের ধারায় এ বছরও ঝাকঁজমক পূর্ন পরিবেশে মহান বিজয় দিবস তথা ১৬ই ডিসেম্বর এ দিন ঈদগাঁও বঙ্গবন্ধু ষ্টেডিয়ামে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদশর্নী অনুষ্টিত হয়েছে । এতে ঈদগাহ ফরিদ আহমদ ডিগ্রি কলেজ, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়,ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন ও ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান এ কুচকাওয়াজ অনুষ্টানে অংশগ্রহন করেন। জানা যায়, উক্ত দিন সকাল ৭টায় ঈদগাঁও পাবলিক লাইব্রেরীস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অপর্ন, ৮টায় ঈদগাঁও বঙ্গবন্ধু ষ্টেডিয়ামে জাতীয় পতাকা উক্তোলন, কুচকাওয়াজ, সালাম গ্রহন এবং ডিসপ্লে প্রদশর্নী অনুষ্টিত হয়। এ কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদশর্নীতে উপস্থিত ছিলেন – জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী , ককসবাজার উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান লে.কনের্ল (অব) ফোরকান আহমদ, জেলা মহিলা সংস্থার সভানেত্রী কানিজ ফাতেমা মোস্তাক, জেলা আওয়ামীলীগ নেতা ইন্জিনিয়ার বদিউল আলম, জেলা মহিলা আওয়ামীলীগ সাধারন সম্পাদিকা হামিদা তাহের, সদর আওয়ামীলীগের উপদেষ্টা মাষ্টার নুরুল আজিম, জেলা পরিষদ সদস্য সোহেল জাহান চৌধুরী, চৌফলদন্ডী ইউপি চেয়ারম্যান ওয়াজ করিম বাবুল, ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুইঁয়া, সদর যুবলীগ সাধারন সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো,ঈদগাঁও রিপোর্টার্স সোসাইটির সভাপতি এম আবুহেনা সাগর, সাধারন সম্পাদক শাহিদ মোস্তফা শাহিদ, সদস্য রফিক উদ্দিন লিটন,মুফিজুর ইসলাম মুফি ও জনপ্রতিনিধি, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিগন। একই দিন ষ্টেডিয়াম প্রাঙ্গনে বৃহত্তর ঈদগাঁও ব্লাড ডোনার’স সোসাইটির উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ পরীক্ষা করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের   শিক্ষার্থীদেরকে।

পাঠকের মতামত: