এম আবুহেনা সাগর, ঈদগাঁও ::
ককসবাজার সদর উপজেলার ঈদগাঁওতে বঙ্গবন্ধু নাইন এ সাইট গোল্ডকাপ ফুটবলাদের টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। ঐতিহ্যবাহী ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে পক্ষকাল ব্যাপী এ টুর্নামেন্টের ফাইনাল খেলা ১৩ এপ্রিল বিকেলে ঈদগাঁও সেভেন ষ্টার ইউনািটেড বনাম জালালাবাদ কিংসের মধ্যকার ফাইনাল ম্যাচ অনুষ্টিত হয়। তবে এ খেলা দেখতে দশর্কদের উপচেপড়া ভীড় যেন লক্ষনীয়। জালালাবাদ কিংস একগোলে ঈদগাঁও সেভেন ষ্টার ইউনাটেডকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রপি অর্জন করে। উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন – ককসবাজার সদর রামু আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। অন্যদের মাঝে ছিলেন – ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুইয়া, জালালাবাদ ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ,পোকখালী চেয়ারম্যান রফিক আহমদ, ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম,জালালাবাদ আওয়ামীলীগ সভাপতি সেলিম মোশেদ ফরাজী,ইসলামপুর আওয়ামীলীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান মনজুর আলম,ঈদগাঁও আওয়ামীলীগ সাধারন সম্পাদক তারেক আজিজ। আরো উপস্থিত ছিলেন- জেলা ছাত্রলীগ সহ সভাপতি মোহাম্মদ আলী,ঈদগাহ রিপোর্টার্স সোসাইটির সাবেক সভাপতি এম আবুহেনা সাগর,জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ উদ্দিন খোকা,ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আবুহেনা বিশাদ,সাংগঠনিক সম্পাদক ইরফান উদ্দিনসহ টুনার্মেন্ট আয়োজন কমিটির নেতৃবৃন্দরা। খেলা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রপি প্রদানসহ কৃতিত্ব অর্জনকারীদের হাতে ক্রেষ্ট তুলে দেন। উল্লেখ্য যে, এ খেলায় বিদেশী নাইজেরিয়ান খেলোয়াড়সহ দেশীয় নামকরা খেলোয়াড়গন অংশ নেন। পরে সাংসদ দুই ফুটবল দলকেই অভিনন্দন জানান।
পাঠকের মতামত: